SSC Scam: দুর্নীতির মামলায় CBI হেফাজতে সুবীরেশ

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) নিজেদের হেফাজতে নিল সিবিআই (CBI)। তাকে ৫ দিনের সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ…

Subiresh Bhattacharya

short-samachar

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) নিজেদের হেফাজতে নিল সিবিআই (CBI)। তাকে ৫ দিনের সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআইয়ের আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

   

নিয়োগ দুর্নীতি মামলায় ১৯ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদনে সাড়া দেয়নি বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।

সিবিআইয়ের কাছ থেকে আগামী ২১ ডিসেম্বর রিপোর্ট আকারে তা চেয়ে পাঠিয়েছেন। এদিন বিচারপতি আরও বলেন, সর্বোচ্চ সাজার মেয়াদ ৭ বছর। তদন্তে দেরি হচ্ছে, এই ধরনের অভিযোগ থাকলে সাড়ে তিন বছর পরে আসুন।

সুবীরেশের আইনজীবীর বক্তব্য ছিল, সুবীরেশ ভট্টাচার্য ৮৮ দিন ধরে জেলে রয়েছেন। এর আগে সিবিআই তদন্তে সবরকম সাহায্য করেছেন। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সেবিষয়ে কোনও রায় দেয়নি আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় সুবিরেশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই নজর দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি গ্রুপ সি মামলায় সুবীরেশকে হাজিরার নির্দেশ কেন ২২ তারিখে নিম্ন আদালত রেখেছে? সেবিষয়েও প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।