SSC Scam: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ঘরে টাকার পাহাড়, শিক্ষক নিয়োগে বেআইনি রোজগার?

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তদন্তে ইডি। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের…

short-samachar

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তদন্তে ইডি। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ তাঁর ঘনিষ্ঠতদের বাড়িতেও অভিযান চলে। সূত্রের খবর, মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়িতে মিলেছে কুড়ি কোটি টাকা। তবে আরো টাকা মিলবে বলেই মনে করছে ইডি।

   

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অর্পিতা। তাঁর বাড়িতে কুড়ি কোটি টাকা মিলেছে। ইডি অভিযানে গোপন স্থান থেকে এই বিপুল পরিমাণ টাকা বের হয়েছে। ঘর তো নয় যেন টাকার পাহাড়! মনে করা হচ্ছে শিক্ষক নিয়োগের বেআইনি লেনদেনের টাকার কিয়দংশ এখানে। ইডি মনে করছে আরও বিপুল টাকা মিলবে।

পড়ুন: SSC Scam: তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর বাড়িতে কোটি কোটি টাকা

এদিকে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে জেরা করছেন ইডি গোয়েন্দারা। একসময় অসুস্থ হয়ে পড়েন পার্থবাবু। চিকিৎসকরা আসেন। পরে তিনি সুস্থ হতেই ফের জেরা চলেছে।

এদিন কোচবিহারে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও অভিযান করেছে ইডি৷ একইসঙ্গে অভিযান চলছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্যদের বাড়িতেও।

স্কুল সার্ভিস কমিশনের ব্যাপক দুর্নীতি কান্ডে আর্থিক লেনদেন হয়েছিল তা আগেই জেনেছিল সিবিআই৷ পরে সেই লেনদেনের বিষয়ে খোঁজ করতেই তদন্ত হাতে নিয়েছে ইডি৷ ইডি সূত্রে খবর, এসএসসির নিয়োগে কত টাকার দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আলাদা করে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। আজ সকলের বাড়িতেই সকাল থেকে শুরু হয়েছে অভিযান।

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এবং পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে উপস্থিত হয়েছেন ইডির আধিকারিকরা৷ অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। সেটা খুঁজে বের করতেই প্রথমবার রাজ্যে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান ইডির।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তদন্তে ইডি। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ তাঁর ঘনিষ্ঠতদের বাড়িতেও অভিযান চলে। সূত্রের খবর, মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে মিলেছে কুড়ি কোটি টাকা। তবে আরো টাকা মিলবে বলেই মনে করছে ইডি।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অর্পিতা। তাঁর বাড়িতে কুড়ি কোটি টাকা মিলেছে। ইডি অভিযানে গোপন স্থান থেকে এই বিপুল পরিমাণ টাকা বের হয়েছে। ঘর তো নয় যেন টাকার পাহাড়! মনে করা হচ্ছে শিক্ষক নিয়োগের বেআইনি লেনদেনের টাকার কিয়দংশ এখানে। ইডি মনে করছে আরও বিপুল টাকা মিলবে।

এদিকে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে জেরা করছেন ইডি গোয়েন্দারা। একসময় অসুস্থ হয়ে পড়েন পার্থবাবু। চিকিৎসকরা আসেন। পরে তিনি সুস্থ হতেই ফের জেরা চলেছে।

এদিন কোচবিহারে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও অভিযান করেছে ইডি৷ একইসঙ্গে অভিযান চলছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্যদের বাড়িতেও।

স্কুল সার্ভিস কমিশনের ব্যাপক দুর্নীতি কান্ডে আর্থিক লেনদেন হয়েছিল তা আগেই জেনেছিল সিবিআই৷ পরে সেই লেনদেনের বিষয়ে খোঁজ করতেই তদন্ত হাতে নিয়েছে ইডি৷ ইডি সূত্রে খবর, এসএসসির নিয়োগে কত টাকার দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আলাদা করে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। আজ সকলের বাড়িতেই সকাল থেকে শুরু হয়েছে অভিযান।

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এবং পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে উপস্থিত হয়েছেন ইডির আধিকারিকরা৷ অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। সেটা খুঁজে বের করতেই প্রথমবার রাজ্যে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান ইডির।