শীতল সকালে কলকাতায় গরম হাওয়া! নিয়োগ দুর্নীতিতে (SSC scam) অভিযুক্ত তৃণমূল কংগ্রেস যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে ইডি অভিযান চলছে। এই আবাসনের দুটি ফ্ল্যাটে ঢুকেছে ইডি।
টানা তিনদিন সিবিআই জেরার পর কুন্তল এবার ইডির মুখে। হুগলির বলাগড়ের টিএমসি যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা তুলেছে বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই জেরার মুখে কুন্তল জানায় স্ সম্পূর্ণভাবে সিবিআইকে তদন্তে সহযোগিতা করবে। অভিযোগ,বিএড কলেজে অনলাইন রেজিস্ট্রেশনের নাম করে কুন্তল ঘোষ কোটি কোটি টাকা তুলেছিল।
২০১৬ সাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে উত্থান হয় কুন্তল ঘোষের। যুব তৃণমূলের রাজ্য কমিটিতে ছিল কুন্তল। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুন্তল চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলেছিল। সেই টাকা দলের উপরতলায় পাঠিয়ে নিজের নেতা হওয়ার জায়গা পোক্ত করেছিল।