SSC Scam: ১০ ঘন্টা তল্লাশি ও জেরার পর বিস্ফোরক তথ্য নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ছাড়ল সিবিআই

হাতে এসেছে বিস্ফোরক তথ্য। সেই তথ্য নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলবে। টানা দশ ঘণ্টা জেরা ও তল্লাশির পর মধ্যশিক্ষা পর্ষদ…

SSC Scam: ১০ ঘন্টা তল্লাশি ও জেরার পর বিস্ফোরক তথ্য নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ছাড়ল সিবিআই

হাতে এসেছে বিস্ফোরক তথ্য। সেই তথ্য নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলবে। টানা দশ ঘণ্টা জেরা ও তল্লাশির পর মধ্যশিক্ষা পর্ষদ দফতর থেকে বের হয় সিবিআই। দিনভর সিবিআই অভিযানে ছিল একটার পর একটা উত্তেজনা মুহূর্ত।

বৃহস্পতিবার পর্ষদের অ্যাডমিন, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয় পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে৷ স্পষ্টই বোঝা যায় তদন্তে গতি আনতে আদা জল খেয়ে নেমেছে সিবিআই গোয়েন্দারা। কারণ, এর আগে ভরা এজলাসে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় চুড়ান্ত তৎপরতা সিবিআইয়ের৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ডিরোজিও ভবনে উপস্থিত হয় সিবিআই৷ প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এডমিন পারমিতা রায়কে। শুধু আধিকারিকদের নয়, পর্ষদের কর্মচারীদের জেরা করে সিবিআই। বয়ান রেকর্ড করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নথি সিবিআইয়ের হাতে এসেছে বলেই সূত্রের খবর৷ যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করা হচ্ছে।

Advertisements

পর্ষদ ভবনে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তিনি না আসায় কল্যাণ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয় সিবিআই৷ বিকেল ৫ টা নাগাদ পর্ষদ ভবনে নিয়ে আসা হয় তাঁকে। সাতটা নাগাদ বেরিয়ে যায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকজনের বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে যে তালিকা পাঠানো হয় সেই তালিকা ধরেই নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ৷ এখন এই দুর্নীতির বিরাট চক্রকে জালবন্দি করতেই তৎপর হয়েছে সিবিআই।