SSC Scam: চাকরি নিয়ে ববিতা-অনামিকা লড়াই আদালতে

লড়াই করে মন্ত্রীর কন্যার বেআইনি চাকরি প্রমাণ করেছিলেন (babita sarkar) ববিতা সরকার। নিয়োগ দুর্নীতির (ssc scam) মামলায় তৃণমূল কংগ্রেস সরকারের মুখ পুড়েছিল আদালতে। তবে যোগ্যতার…

short-samachar

লড়াই করে মন্ত্রীর কন্যার বেআইনি চাকরি প্রমাণ করেছিলেন (babita sarkar) ববিতা সরকার। নিয়োগ দুর্নীতির (ssc scam) মামলায় তৃণমূল কংগ্রেস সরকারের মুখ পুড়েছিল আদালতে। তবে যোগ্যতার নিরিখে ববিতার চাকরি চলে গিয়েছে আদালতের নির্দেশে। চাকরি পেয়েছেন অনামিকা রায়। হারানো চাকরি ফেরত পেতে ববিতা ফের আদালতে গেলেন।

   

চাকরি ফেরত চেয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন ববিতা।

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চান ববিতার আইনজীবী। অনুমতি দেন বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা যাওয়া চাকরি কার এই মামলা আরও চমকপ্রদ মোড় নিল।