SSC Scam: অভিষেকের সঙ্গে বৈঠকে গোপনে চাকরির টোপ, অভিযোগে ক্ষোভ তুঙ্গে

শুক্রবার বিকেলে ক্যামাক স্ট্রিটে বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর বঞ্চিত…

শুক্রবার বিকেলে ক্যামাক স্ট্রিটে বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর বঞ্চিত চাকরি প্রার্থী সৈদুল্লাহ বলেন, বৈঠক ইতিবাচক হয়েছে। এর পরেই ক্ষোভের আগুনে ফুঁসছে চাকরি প্রার্থীদের একাংশ৷ তাঁদের বক্তব্য গোপনে চাকরির টোপ তারা মানছেন না৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের (SSC Scam) মাঝে এই বিক্ষোভ আরও বিতর্ক উস্কে দিল।

Advertisements

আরও পড়ুন: অভিষেকের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক, নিয়োগ সমাধান অধরা

   

কলকাতা ২৪X৭ এর তরফে যোগাযোগ করা হলে বিক্ষুব্ধদের একাংশ বলেন, আজকে যে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছে, সেখানে একটি মঞ্চ উপস্থিত ছিল৷ গান্ধী মূর্তির পাদদেশে আরও একটি মঞ্চ আন্দোলন করছে। যুব ছাত্র অধিকার মঞ্চ একই উদ্দেশ্য নিয়ে লড়াই করছে৷ কিন্তু তাদেরকে বৈঠকে ডাকা হয়নি৷

আরও পড়ুন: SSC Scam: পার্থবাবু ষড়যন্ত্রকারীদের নাম বলে দিন, দাবি দিলীপ ঘোষের

তাদের বক্তব্য, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি ২০০১৯ সালে এভাবেই একটি প্রতিনিধি দল গিয়েছিল, তাদের কয়েকজন বেআইনিভাবে চাকরি নিয়ে চলে যায়৷ এবারেও প্রতিনিধির বিষয় যখন উঠেছিল তখ৷ একটা অশুভ সংকেত আমরাও পাচ্ছিলাম। বিক্ষোভকারীদের প্রশ্ন আগামী দিনে আমরা এভাবে বঞ্চিত হব না তো?

বিতর্কিত বৈঠক নিয়ে সতর্কবার্তা সিপিআইএম রাজ্য সম্পাদকের। পড়ুন: SSC Scam: অভিষেকের ছোঁয়ায় চাকরি প্রার্থীদের গায়ে যেন কয়লার দাগ না লাগে: সেলিম

মমতা সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। সেটাই যদি হত তাহলে সরকারের তরফে কেউ এসে গান্ধী মূর্তির পাদদেশে পাদদেশে যারা ৫০২ দিন ধরে আন্দোলন করে চলেছে, তাঁদের প্রকাশ্যে মিডিয়ার সামনে কেন আশ্বাস দেওয়া হল না? এমন প্রশ্ন তুলছেন বঞ্চিত হবু শিক্ষকরা৷ অভিযোগ, বৈঠকের খবর তাঁরা কেন প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাল না? অথচ ব্যক্তিগতভাবে বৈঠকের আয়োজন করা হয়েছে৷ এটা অশুভ সংকেত নয়? আগামী দিনে সেটা চাকরি প্রার্থী এবং বাংলার মানুষ বুঝতে পারবে৷

অভিযোগ, ২০১৯ সাল থেকে ২০২২ অবধি এরকম বারবার আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু আশ্বাস কী কার্যকর হয়েছে? এটা তো মৌখিক আশ্বাস৷ পরে তো এটা অস্বীকার করতেই পারে৷ দ্রুত নিয়োগের দাবিতে যুব ছাত্র অধিকার মঞ্চের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা৷