এসএসসি (SSC) নবম ও দশমে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়কের সম্পত্তির সকল নথি পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এস এস সি র অ্যাডভাইজারি কমিটির অ্যাডভাইজার শান্তি প্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব আগামী ৩১ শে মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যা। এস এল এস টি গণিত বিভাগের নবম এবং দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানি চলাকালীন আদালত এই নির্দেশ দেয়।
সম্প্রতি নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৬-র ঘটনা নিয়ে মামলাকারীরা আদালতে জানান, নবম ও দশম শ্রেনির ইতিহাস শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও জুঁই দাস ও আজাদ আলি মির্জা চাকরি পেয়েছেন। আবার শেখ ইনসান আলি, যাঁর র্যাঙ্ক নীচের দিকে ছিল, তিনি চাকরি পান বলে অভিযোগ মামলাকারীদের। অথচ যাঁদের নাম প্যানেলে ওপরের দিকে ছিল, তাঁরা চাকরি পাননি।