বাতিল ২৫,৭৫৩ জনের চাকরি, যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে এবার বিস্ফোরক SSC

প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল ইস্যুতে এবার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি এবার যা দাবি করলেন তা শুনে সকলের চোখ…

Either Give Me My Job Back," Job-Loss Teachers Protest in Agitation

প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল ইস্যুতে এবার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি এবার যা দাবি করলেন তা শুনে সকলের চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। সিদ্ধার্থ মজুমদার জানালেন ‘যোগ্য-অযোগ্যদের তালিকা দিয়েছিল SSC।’

এসএসসির চেয়ারম্যান আরও জানান, ‘১৩ ডিসেম্বর হলফনামা জমা দিয়েছিলাম। হলফনামায় আদালত সন্তুষ্ট হয়নি। কোর্ট সন্তুষ্ট না হওয়ায় গত ১৮ ডিসেম্বর ফের হলফনামা জমা দিই।’ এসএসসি মূলত যোগ্য-অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ নস্যাৎ করল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। অবৈধভাবে অর্জিত সমস্ত চাকরি বাতিল করেছে আদালত। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কাজ করছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে।

Advertisements

এক ধাক্কায় বাতিল করা হয়েছে ২৫,৭৫৩টি চাকরি। ২০১৬ সালে প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের টাকা দিতে হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে। এদিকে আদালতের এহেন রায়ের জেরে স্বাভাবিকভাবেই অথৈ জলে পরেছেন চাকরিহারারা। অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হাজির হয়েছে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। এখন সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে নজর রয়েছে সকলের।