SSB: কেন্দ্রীয় বাহিনীর গলায় হিন্দি গানের কলি, এ এক অন্য ভোটের গল্প

army

সশস্ত্র সীমা বলের ১৯ ব্যাটেলিয়নের জওয়ানরা এসে পৌঁছেছেন জলপাইগুড়ি জেলায়। সুদূর ঠাকুরগঞ্জ থেকে তাঁরা এসেছেন উত্তরবঙ্গে। বাংলায় ভোটের জন্য তাঁরা ভোটে অনেক আগেই এসে পৌঁছেছেন রাজ্যে। ১ মার্চ তাঁরা রাজ্যে পা রেখেছেন। তাঁদের আপাতত ঠিকানা জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে পলিটেকনিক কলেজে।

Advertisements

এই জায়গাটা অনেকটা ক্যান্টনমেন্টের মতো। অনেকটা জায়গা জুড়ে রয়েছে কলেজ এবং ছাত্রছাত্রীদের থাকার জায়গা। বেশ ফাঁকা ফাঁকা, নিরিবিলি। সন্ধের পর থেকে এইসব জায়গা একটা সময় একদম নির্জন হয়ে যেত। অসম্ভব নিস্তব্ধতা গ্রাস করত কিন্তু ইদানীং সেইসব জায়গা ভারী বুটের শব্দে ভরে উঠেছে। কিন্তু সন্ধের পর আবার হিন্দি গানের কলিতে মুখরিত হয়ে উঠছে চারিপাশ। সে এক আশ্চর্য অনুভূতি, সে এক অপরূপ কন্ঠ।

   

এসএসবি ১৯ ব্যাটেলিয়নে রয়েছেন ৯৫ জন জওয়ান। তারমধ্যে রয়েছেন তিনজন পাচক, একজন জোগানদার এবং একজন সাফাইকর্মী। এই ব্যাটেলিয়নের দায়িত্বে রয়েছেন মেডেনি বর সইকিয়া। তাঁর চেহারা সুঠাম, দৃষ্টি একদম বাঘের মতো। কিন্তু সন্ধের পর থেকে তাঁর গলায় হিন্দি গানের কলি। ”নীলে নীলে অম্বর পে, চাঁদ যব আয়ে” তাঁর গলায় অমায়িক সুন্দর ভাবে ফুটে ওঠে। দেখে বোঝার উপায় নেই তিনি এত সুন্দর গান গাইতে পারে। এখানেই শেষ নয়,আরও হিন্দি গানের কলি তাঁর গলায় ফুটে ওঠে। তাঁকে যোগ্য সঙ্গত দেন জওয়ান মনিরাম সাংময়। তাঁর গানের তালে তাল মেলানোর চেষ্টা করেন বাকিরা।

Advertisements

এটা হয়ত কোনও হিন্দি সিনেমার প্লট মনে হতে পারে কিন্তু এটা বাস্তব। এহেন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। সামনেই লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গে প্রতিবারই ভোটের সময় গণ্ডগোলের আশঙ্কা থাকে, এইবারও আছে। আর সেই পাহাড়ের বুকে এমন এক টুকরো চিত্র সত্যিই বিরল।