বাংলা বাজারে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’ আসার পর থেকে একের পর এক চমক সামনে এসেছে। সেই চমকের মধ্যে সবচেয়ে বড় চমক হল, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra Exclusive) ওয়েব সিরিজ পরিচালনা করছেন। ওয়েব সিরিজটির নাম ‘পান সুপারি’। এই খবর চাউর হওয়া মাত্রই উৎসুক দর্শকের মহল আরও জানতে চাই! কে কে থাকছেন এই সিরিজে? গল্পটা কি থ্রিলার নাকি রোমান্সের? কবে মুক্তি পাচ্ছে এই সিরিজটি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে কলকাতা ২৪x৭.ইন-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে।
বঙ্গভঙ্গ নিয়ে বিস্ফোরক মমতা খুঁজছেন নয়া প্ল্যান?
তাঁকে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি একটু সময় নিয়ে ভেবে জানালেন যে, ‘ কে খুন করছে সেটা বড় বিষয় নয়, কীভাবে করছে সেটাই বড় বিষয়।’ পাল্টা প্রশ্ন করা হল, ‘তাহলে এটা কি থ্রিলার সিরিজ?’ তিনি জানালেন, ‘ এই বিষয়ে কিছু বলব না এখন। সময় হলেই জানতে পারবে।’ আবারও প্রশ্ন করা হল, ‘ কারা কারা এই সিরিজে অভিনয় করছে,?’ তিনি আবারও বললেন, ‘ এই বিষয়ে এখুনি কিছুই বলা যাবে না।’ ফের তাঁকে প্রশ্ন করা হল, ‘ এই ওয়েব সিরিজ কবে নাগাদ আসছে?’ তিনি উত্তরে জানালেন, ‘ সময় হলেই আসবে।’ প্রসঙ্গত তিনি বেশি কিছু ভাঙলেন না। তবে তাঁর একটা কথায় রহস্য আরও জমাট বাঁধল। কে খুনি সেটা তো লোকে জানবে কিন্তু কীভাবে হচ্ছে সেটাই আসল ব্যাপার।
কলকাতার ঐতিহ্যে আরও ধাক্কা, মহানগরের মাত্র একটি রুটেই ট্রাম চালাতে আগ্রহী রাজ্য
২৬টি ফ্রেশ ওয়েব সিরিজ এবং দুটি অরিজিনাল ফিচার ফিল্ম আনার পরিকল্পনা রয়েছে ওটিটি ফ্রাইডের । ইতিমধ্যে সাতটি সিরিজ তৈরি হয়ে গিয়েছে, মেকিং-এর পর্যায়ে রয়েছে বাকিগুলো। বলা যায় ‘হইচই’, ‘আড্ডাটাইমস’ এবং ‘ক্লিক’-এর পরে বাংলার ওয়েব জগতে বড় ধামাকা হতে চলেছে ‘ফ্রাইডে’।
আট জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা হাওয়া অফিসের
জানা গিয়েছে অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অফ ক্রাইম’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তী-র ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, আবু হায়াত মাহমুদের ‘ভালোবাসা’, কৌশিক করের ‘ফটাশ’ –এই সাতটি সিরিজ দিয়ে লঞ্চ হবে। আরও গুরুত্বপূর্ণ পরিচালকরাও রয়েছেন তালিকায়।