Anik Dutta: মমতার নন্দনে অনীক ‘অপরাজিত’

সত্যজিৎ রায়ের শতবর্ষে পরিচালক অনীক দত্তর (Anik Dutta) অপরাজিত ছবিটির কথা সিনেপ্রেমীদের জানা। বছর দুয়েক আগে এই ছবি মুক্তি পেয়েছিল কলকাতার নানা প্রেক্ষাগৃহে। জিতু কমল…

Anik Dutta

সত্যজিৎ রায়ের শতবর্ষে পরিচালক অনীক দত্তর (Anik Dutta) অপরাজিত ছবিটির কথা সিনেপ্রেমীদের জানা। বছর দুয়েক আগে এই ছবি মুক্তি পেয়েছিল কলকাতার নানা প্রেক্ষাগৃহে। জিতু কমল ও সায়নী ঘোষ অভিনীত অপরাজিত ছবিটি নিয়ে সেই সময় দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু শহরের সেরা সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে সেই সময় ছবিটি প্রদর্শিত হয়নি। এই নিয়ে হইচইও কম হয়নি।

পরিচালক অনীক তো বটেই নন্দনে জায়গা না পাওয়ার জন্য মুখ খুলেছিলেন তৃণমূল ঘনিষ্ঠ সায়নী ঘোষ। তাতেও কাজ হয়নি। দর্শদের পক্ষ থেকে চাপ তৈরি হলেও নন্দনে ছবিটি দেখানো হয়নি। বরং দেশের বাইরে বিদেশের মাটিতে অপরাজিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

অবশেষে মুক্তি পাওয়ার প্রায় বছর দুয়েক পর নন্দনে দেখানো হতে চলেছে অনীক দত্তর ছবি অপরাজিত। আর এই কারণে খুশি ছবির কলাকুশলীরা। খুশি পরিচালক নিজেও। অনীক দত্ত নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করে বিষয়টি জানান। সিনেমা অফ ইন্ডিয়া শীর্ষনামের এক ফিল্মোৎসবে ছবিটি দেখানো হতে চলেছে আগামী ১৮ এপ্রিল।

Advertisements

১৫ এপ্রিল থেকে এই উৎসব শুরু হতে চলেছে নন্দন তিনে। নানা ভাষার সমসাময়িক ছবি দেখা হবে তিন দিনের এই উৎসবে। আর এই উৎসবের তৃতীয় দিন বিকেল ৫টায় নন্দনের পর্দায় দেখানো হবে অনীক দত্তর অপরাজিত ছবিটি। এই খবর রীতিমতো খুশি সিনেপ্রেমীরা।