ইট-লাঠির আঘাত থেকে রক্ষা পেতে পুলিশকর্মীদের জন্য বিশেষ হেলমেট

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জেলায় জেলায় ব্যস্ততা বেড়েছে পুলিশের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় বাধছে সংঘর্ষ। স্বভাবতই পুলিশের আঘাত…

ইট-লাঠির আঘাত থেকে রক্ষা পেতে পুলিশকর্মীদের জন্য বিশেষ হেলমেট

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জেলায় জেলায় ব্যস্ততা বেড়েছে পুলিশের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় বাধছে সংঘর্ষ।

স্বভাবতই পুলিশের আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার নয়া হেলমেটে সুরক্ষিত থাকবেন পুলিশকর্মী।

আইন ও শৃঙ্খলা রক্ষার সময় পুলিশকর্মীদের আহত হওয়ার হাত থেকে বাঁচাতে এবার এসেছে বিশেষভাবে তৈরি হেলমেট, যা আরও অনেক বেশি মজবুত। কলকাতা পুলিশের র‌্যাপিড অ‌্যাকশন ফোর্সের হাতেই তুলে দেওয়া হবে এই হেলমেট।

লালবাজারের তরফে বলা হয়েছে, বেশিরভাগ সময়ই দেখা গেছে, পুলিশের দিকে ছোড়া হয় ইট বা পাথর। তাতে আহত হয়েছেন বহু পুলিশকর্মী ও আধিকারিকও। কয়েক মাস আগে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফেটে গুরুতর আহত হন দুই পুলিশ আধিকারিক।

সাধারণত আইন ও শৃঙ্খলা রক্ষার সময় প্রত্যেক পুলিশকর্মী ও আধিকারিককে হেলমেট পরে যেতে বলা হয়। দেখা গেছে যে, ইটের ঘায়ে হেলমেট খুলে পড়ে আহত হয়েছে পুলিশ। হেলমেটের আবরণ পাতলা হওয়ার কারণেও পুলিশ আহত হয়েছে। সেই কারণেই মজবুত হেলমেট নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

উল্লেখ্য, আইন ও শৃঙ্খলা রক্ষার বড় দায়িত্ব থাকে র‌্যাফের উপর, তাই আপাতত নীল রঙের ২৫০টি আধুনিক ও মজবুত হেলমেট দেওয়া হবে র‌্যাফকেই। তার জন‌্য কলকাতা পুলিশ খরচ করছে ৩ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।

Advertisements

আপাতত এই ধরনের সাড়ে পাঁচশো হেলমেট নিয়ে আসছে লালবাজার। প্রত্যেকটি ট্রাফিক গার্ডের সার্জেন্ট ও পুলিশকর্মীদের হাতেই এই হেলমেটগুলি তুলে দেওয়া হবে।

জানা যাচ্ছে, এই নতুন হেলমেটও পলিকার্বনেটের তৈরি। যে বস্তুটি দিয়ে হেলমেট বানানো হচ্ছে, সেটি পরীক্ষাগার থেকে পরীক্ষা করানো হবে। হেলমেটের ওজন হবে প্রায় দু কিলো। কিন্তু সেগুলি এমনভাবে তৈরি করা হবে, যেন অত‌্যন্ত সুরক্ষিত ও আরামদায়ক হয়।

সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও ভাবা হয়েছে। একটি হেলমেট একাধিক র‌্যাফ কর্মী ব‌্যবহার করতে পারেন। তাই হেলমেটের ভিতরদিকে থাকবে ব‌্যাকটেরিয়া নিরোধক কাপড়। পরবর্তীকালে এই হেলমেট অন‌্যান‌্য পুলিশকর্মীদেরও দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।