বইমেলায় যাবেন? বিশেষ বাস পরিষেবায় সুবিধা পেতে জানুন রুট ও সময়

কলকাতার বইমেলা, (Kolkta Bookfair) যা বাংলা সাহিত্যের এক বড় উৎসব, শুরু হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ৪০ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকে…

Special Bus Services for Kolkata Book Fair 2025: Transport Department Issues Notification

কলকাতার বইমেলা, (Kolkta Bookfair) যা বাংলা সাহিত্যের এক বড় উৎসব, শুরু হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ৪০ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতি বছরই এই বইমেলা (Kolkta Bookfair) লাখো বইপ্রেমীকে আকৃষ্ট করে, এবং এবারও মেলা শুরুর আগেই ঘোষণা করা হয়েছে বিশেষ বাস পরিষেবার কথা। পরিবহণ দপ্তর জানিয়েছে, কলকাতা এবং আশপাশের এলাকা থেকে বইমেলায় (Kolkta Bookfair) আসা দর্শকদের সুবিধার্থে একাধিক রুটে বিশেষ বাস চলবে।

মেলা চলাকালীন, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাসগুলি চলবে। করুণাময়ী, যা সেন্ট্রাল পার্কের খুব কাছে, সেখানে বইমেলার জন্য নির্ধারিত বাস টার্মিনাস হিসেবে থাকবে। এখানে বিভিন্ন রুটের বাস থামবে এবং মেলা শেষ হওয়ার পর রাত ৮টার সময় বাসগুলি নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।

   

এই বিশেষ বাস পরিষেবা মেলা চলাকালীন ১৩ দিন ধরে চালু থাকবে, তবে ছুটির দিনগুলোতে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে না। পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, করুণাময়ী বাস টার্মিনাস থেকে ২০টি রুটে বিশেষ বাস চলবে। এই বাসগুলি কলকাতার বিভিন্ন জায়গা ছাড়াও শহরতলির একাধিক স্থান যেমন বারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত যাবে।

পরিবহণ দপ্তর এও জানিয়েছে যে, মেলা চলাকালীন সঠিকভাবে যাত্রীদের পরিষেবা দেওয়া জন্য অতিরিক্ত কর্মী এবং অফিসাররা দায়িত্বে থাকবেন। বিশেষ তিনটি এসি বাসও চালু করা হবে এবং সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। বাসগুলির সামনে কাচের জানলায় রুটের নাম উল্লেখ করা থাকবে, যাতে যাত্রীরা সহজেই তাদের গন্তব্য অনুযায়ী বাসে চড়ে যেতে পারেন।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, তিনি নিজে বিভিন্ন বাস সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমন্বয় নিশ্চিত করেছেন। এছাড়া, এই বিশেষ পরিষেবা দিয়ে বইমেলায় যাতায়াতকারীদের আরও ভালো সুবিধা প্রদান করার জন্য বাসমালিকরা অতিরিক্ত পরিষেবা দেওয়ার জন্য সম্মত হয়েছেন। এতে করে মেলার ভিড় কমাতে এবং যাত্রীদের সুবিধা বাড়াতে সাহায্য করবে।

বইমেলার সময়কালীন এই বাস পরিষেবা বইপ্রেমীদের জন্য সত্যিই একটি সুখবর। যাতায়াতের সুবিধার পাশাপাশি, বইমেলার দর্শনার্থীরা আরামদায়ক পরিবহন ব্যবস্থা পেয়ে আরও বেশি করে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং, যারা বইমেলায় যেতে চান, তারা নির্দ্বিধায় এই বিশেষ বাস পরিষেবার মাধ্যমে তাদের যাত্রা আরও সহজ ও সুবিধাজনক করতে পারবেন।