হাওড়া থেকে আচমকা বাতিল ট্রেন, মাথায় হাত যাত্রীদের

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনি কি আজ হাওড়া থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন বা টিকিট কাটার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল…

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনি কি আজ হাওড়া থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন বা টিকিট কাটার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ বৃহস্পতিবার আচমকা বাতিল হয়ে গেল ট্রেন (Train Cancelled)।

আজ দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন ট্রেন নম্বর ১২৮৩৯ হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল বাতিল থাকবে। ইতিমধ্যে যাত্রী হয়রানির জন্য ক্ষমা চেয়েছে রেল। এদিকে এহেন ট্রেন বাতিলের জন্য স্বাভাবিকভাবেই যাত্রীদের মাথায় হাত পড়বে তা বলাই বাহুল্য।

   

এর পাশাপাশি আজ বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে রেলের তরফে। যেমন ট্রেন নম্বর ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস আজ দুপুর ১৫:২০-র বদলে রাত ২৩:৫৫ নাগাদ ছাড়বে। সেইসঙ্গে ট্রেন নম্বর ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস দুপুর ১৫:০০-র বদলে রাত ০০:৩০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

আজ হাওড়া থেকেও বহু ট্রেন দেরিতে ছাড়বে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রেলের তরফে। যেমন ট্রেন নম্বর ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ৬:৪৫টার পরিবর্তে সকাল ৯:৩০ মিনিটে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপর ট্রেন নম্বর ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ টার পরিবর্তে দুপুর ১৩.২০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। ট্রেন নম্বর ২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারী এক্সপ্রেস দুপুর ১৪.২৫টার পরিবর্তে বিকেল ১৭:১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

এছাড়া ট্রেন নম্বর ২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেস সন্ধে ১৮.২৫ টার পরিবর্তে রাত ২১:১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে।