চক্রবৎ ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে টানা বৃষ্টি, কবে ঢুকবে বর্ষা?

কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের একাংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে অগ্রসর হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বায়ুর অগ্রগতির…

south bengal monsoon arrival

কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের একাংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে অগ্রসর হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বায়ুর অগ্রগতির গতি দেখে স্পষ্ট যে চলতি বছর নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যজুড়েই সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

বৃষ্টির দিনক্ষণ south bengal monsoon arrival

২০ ও ২১ মে – দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি চলবে। ২২ মে – পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৩ মে – দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই অবিরাম বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, স্বস্তি মিলবে চলতি গ্রীষ্মের দাবদাহ থেকে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বর্তমান অবস্থা

উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ইতিমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও আকাশ মেঘলা, জায়গায় জায়গায় বৃষ্টি চলছে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস, বর্ষা জুনের শুরুতেই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি, তবে মৌসুমী বায়ুর গতি দেখে অনুমান, এবার বর্ষা কিছুটা আগেই দোরগোড়ায় হাজির হবে।

টানা বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শহর ও গ্রামে জলজট বা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে বলে আশঙ্কা।

Bharat: Early monsoon arrival in South Bengal predicted! South-west monsoon advances, bringing widespread rain across all districts due to a cyclonic circulation. Get the latest Kolkata weather updates and rain forecast for May 20-23. Relief from summer heat expected.