আরজি কর কাণ্ড সঠিক বিচার চেয়ে কেমন মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে৷ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, চিকিৎসক ও ক্রীড়াবিদ, সকলেই প্রতিবাদের সপক্ষে সুর মিলিয়েছেন। পথে…

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে৷ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, চিকিৎসক ও ক্রীড়াবিদ, সকলেই প্রতিবাদের সপক্ষে সুর মিলিয়েছেন। পথে হাঁটছেন। আন্দোলনকারীরা কখনও রাত দখল করছে তো কখনও গান ও পথচিত্রের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাসা ফুটিয়ে তুলছে৷ কিন্তু কোনও কিছুতেই সুবিচারের আলো দেখা যাচ্ছে না৷ তবে এই ঘটনার সুবিচারের জন্য হাল ছাড়তে নারাজ আমজনতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) চাইছেন আরজি কর কাণ্ডের (RG Kar Case) ন্যায্য বিচার হোক।

আরজি কর কাণ্ডের প্রায় এক মাস কেটে গেলেও এখনও আন্দোলনের রেশ তরতাজা৷ প্রতিদিনই আন্দোলনের ঢেউ উঠছে কলকাতার রাজপথ তথা সমগ্র রাজ্যে। এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও৷ সঙ্গে ছিল কন্যা ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

   

আজ সোমবার আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিন৷ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। এই আবহে বাংলার মহারাজ জানিয়েছেন, পরবর্তী মামলার শুনানির আগেই ‘জাস্টিস ফর আরজি কর’ অর্থাৎ তিলোত্তমার সঠিক বিচার যেন পাওয়া যায়৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলার মহারাজ জানিয়েছেন, তিনি আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারেননি৷ কিন্তু তিনি চান, এই ন্যক্কারজনক ঘটনার সঠিক বিচার হোক৷ তিলোত্তমা যেন সুবিচার পান। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এই বিচার সারা দেশের মানুষের কাছে উদাহরণ হয়ে থাকে৷ বিচার পেতে হয়তো সময় লাগছে৷ কিন্তু দিনের শেষে যেন সুবিচার দেখতে পান সকলে৷ এই আন্দোলনের জয় হোক৷ আন্দোলন যেন বিফলে না যায়৷ শাস্তি এমনই হোক যা সারা দেশের মানুষের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠুক৷