তৃণমূল নেতার পা ছুঁয়েই কি ঘরে ফেরার ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ? বাড়ছে জল্পনা  

সাংসদ হিসেবে তৃতীয় বারের জন্য নির্বাচিত হওয়ার পরই ‘দলবদলে’র জল্পনার মাঝেই ওন্দার রতনপুর বাজারে স্থানীয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্ত্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র…

soumitra kha

সাংসদ হিসেবে তৃতীয় বারের জন্য নির্বাচিত হওয়ার পরই ‘দলবদলে’র জল্পনার মাঝেই ওন্দার রতনপুর বাজারে স্থানীয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্ত্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র খাঁ। এমনকি তারপরেই রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্ত্তী সৌমিত্র খাঁকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যমেরায়। 

যদিও পুরো বিষয়টিকে ‘সৌজন্যের রাজনীতি’ বলে দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিজে। তাঁর কথায়, ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি। উনি আমার সিনিয়র লিডার ছিলেন। এখন রাজনৈতিক দল আলাদা হলেও শ্রদ্ধা জানানোটা কর্তব্য বলে তিনি জানান।

   

soumitra kha

রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্ত্তী বলেন, সৌমিত্র খাঁ একসময় আমাদের দলের বড় নেতা ছিল, সাংসদ ছিল। ও আমাকে প্রণাম করেছে, আমি আশীর্বাদ করেছি। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই, হৃদ্যতার ব্যাপার। তবে সৌমিত্রের তৃণমূল যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি হবে তা আগামী দিন বলবে। এক্ষুনি কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এবিষয়ে বড়জোড়ার তৃণমূল বিধায়ক, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান অলোক মুখার্জীর দাবি, পুরোটাই ‘ভেলকিবাজি’। একসময় যে সৌমিত্র খাঁ মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুজাতা মণ্ডলদের সবসময় নিন্দামন্দ করতো এখন হঠাৎ করেই তারা ‘ভালো’ হয়ে গেল! তবে সৌমিত্রকে তৃণমূলে নেওয়া হবে কিনা তা পুরোটাই দলের সিদ্ধান্ত। তবে অনুগত সৈনিক হিসেবে দলীয় সিদ্ধান্তে ‘খেজুর গাছকেও সমর্থণ’ করতে রাজী বলে তিনি জানান।