বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ গ্রেফতার হতে পারেন। মঙ্গলবার এমনই খবর প্রকাশ্যে আসার পরে শুরু হয়ে চাঞ্চল্য। সূত্র মারফৎ জানা গিয়েছে, পুরোনো একটি মামলায় তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। সেই হাজিরা এড়িয়ে যাওয়াতেই তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে, মমতাকে ইঙ্গিতে হাসিনার কূটনৈতিক বার্তা
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে রয়েছে অশান্তি ছড়ানো অভিযোগ। শুধু তাই নয়,তাঁর বিরুদ্ধে রয়েছে মারধরের অভিযোগ। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলায় সৌমিত্রকে একাধিক বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তা নিয়েই মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে আদালত। ৯ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিধাননগরের এমপি-এমএলএ কোর্ট আদালতের বিচারক।
বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, হাসতে হাসতে সেমিতে আফগানিস্তান
একটি সর্বভারতীয় বাংলা সংবাদপত্রে দেওয়া তাঁর সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গিয়েছে, যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। তিনি আপাতত দিল্লিতে রয়েছেন। তিনি জানিয়েছেন যে, তিনি এই বিষয়ে আইনি পরামর্শ নেবেন। তিনি আরও জানিয়েছেন যে, ” তবে এই রাজ্যে তৃণমূল না করলে বহু মামলা করা হয়। আমিও ভুক্তভোগী। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সম্পর্কে কুকথা বললে আইনি পদক্ষেপ হয় না। শুধু আমরা পুলিশি পদক্ষেপের বিরোধিতা করলে আমাদের নামে মামলা করা হয়। আমি আইন মেনে চলি। রাজ্যে ফিরে আইন মেনেই যা করার করব।”