Soumitra Khan: জিতলেও সৌমিত্রের ‘বিষনজরে’ রাজ্য নেতৃত্ব

মুখ থুবড়ে পড়েছে বিজেপি! বাংলায় কোনক্রমে ১১ আসন নিয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকল বঙ্গ বিজেপি। গত মঙ্গলবার বিকেলে ফলাফল কী হতে চলেছে সেই আভাস…

soumitra kha

মুখ থুবড়ে পড়েছে বিজেপি! বাংলায় কোনক্রমে ১১ আসন নিয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকল বঙ্গ বিজেপি। গত মঙ্গলবার বিকেলে ফলাফল কী হতে চলেছে সেই আভাস পাওয়ার পর থেকেই শুনশান হতে শুরু করেছিল রাজ্য বিজেপির সদর দপ্তর। সন্ধেবেলায় শুকনো মুখে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। এইবার ভোটে হেরেছেন বিজেপির হেভিওয়েট দিলীপ ঘোষ, নিশিথ প্রামানিক! কিন্তু কোনও ক্রমে গড় বাঁচিয়েছেন সৌমিত্র খাঁ( Soumitra Kha) । নিজের প্রাক্তনীর বিরুদ্ধে ভোটে জয়ী হওয়ার পরেই বাংলার রাজ্য নেতৃত্বদের উপর তোপ দাগলেন তিনি।

বুধবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন যে রাজ্য নেতৃত্বের গাফিলতির জন্যই এই হার। তিনি আবার দিল্লীর নেতৃত্বদের সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ” আরএসএস না থাকলে ওই কয়েকটা আসন আমরা পেতাম না।” এখানেই শেষ নয়, তাঁর মুখে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। তিনি তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের প্রশংসা করে বলেছেন যে,” সুজাতা ভাল ফল করেছে। ও ভাল খেটেছে।’তিনি আরও দাবি করেছেন যে, বিজেপি রাজ্য স্তরে এমন নেতা নেই যিনি জিতে এসেছেন, যার অভিজ্ঞতা আছে।

   

প্রসঙ্গত হারের পরেই মুখ খুলেছেন দিলীপ ঘোষ। হারের পর অবশ্য কারণ হিসাবে সরাসরি কিছু না বললেও অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করছেন দিলীপ ঘোষ তিনি বলেন, “ চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।” প্রশ্ন উঠেছে উনি কি রাজ্য নেতৃত্বকেই এই বিষয়ের জন্য দায়ী করলেন? আর বুধাবার তাঁর পথেই হাঁটলেন সৌমিত্র খাঁ।