সিবিআই নোটিশের পরেই শওকতের কাঁধে হাত মমতার!

মঙ্গলবার রাতে পেয়েছেন সিবিআই নোটিশ। হাজিরা দেওয়ার কথা বুধবার। তবুও তিনি হাজিরা এড়িয়ে গেলেন! উপরন্তু সিবিআই হাজিরা এড়িয়ে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। শওকাত মোল্লা…

soukota molla get cbi call

মঙ্গলবার রাতে পেয়েছেন সিবিআই নোটিশ। হাজিরা দেওয়ার কথা বুধবার। তবুও তিনি হাজিরা এড়িয়ে গেলেন! উপরন্তু সিবিআই হাজিরা এড়িয়ে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। শওকাত মোল্লা সিবিআই নোটিশ অগ্রাহ্য করে দিব্যি রইলেন জনসভায়। উপরন্তু তাঁকে পিঠ চাপড়ে প্রশংসা করলেন তাঁরই প্রানের দিদি।

জানা গিয়েছে যে মঙ্গলবার মধ্যরাতে সিবিআই নোটিস গিয়েছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কাছে। বুধবার সকালেই হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে এদিন নিজাম প্যালেসে নয়, শওকত মোল্লাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে।এইদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে।” শুধু তাই নয়, তিনি কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে তীব্র সুর চড়ালেন। কাঁধে হাত রেখে বলেন, “বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।”

Advertisements

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” লজ্জা করে না! ইডি, সিবিআই অফিসারদের বলব সারাজীবন মোদীবাবু থাকবেন না। দেবরাজকেও নোটিস পাঠিয়েছে। ভোটের প্রচারের মাঝে এ গুলো করা যায় না।” এইদিন সিবিআই দপ্তরে না যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন যে, তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। শেষ দফার যে অঞ্চলে ভোট রয়েছে সেই অঞ্চলগুলিতে শওকতের বেশ দাপট। অনেকে মনে করছেন এই আবহে শওকতকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চুপ করানোর চেষ্টা চলছে।