কলকাতা: কলকাতা পুরসভায় ফের সাপের দেখা মিলল। বুধবার সকালে পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগের অফিসে কর্মীরা একটি সাপ দেখতে পান, যা ছিল প্রায় দুই ফুট লম্বা। সাপটি দেখতে পেয়ে পুর ভবনের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। (snake found kolkata municipality office)
পুরকর্মীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে যখন অফিস খোলা হয়, তার কিছু সময় পরই আচমকাই তারা একটি সাপকে চেয়ারের ওপর উঠতে দেখতে পান। মুহূর্তের মধ্যে হুলস্থুল পড়ে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত কর্মীরা ঘর থেকে বাইরে চলে যান এবং দরজা বন্ধ করে দেন, যাতে সাপটি ধরা না পড়া পর্যন্ত কেউ ঘরে প্রবেশ না করতে পারে।
পুরসভার নিরাপত্তারক্ষী নিরুপম ভট্টাচার্য জানান, তিনিই প্রথম সাপটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বাকিদের সতর্ক করেন। এরপর, কর্মীরা কেয়ারটেকারকে খবর দেন এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করবেন বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাপটি বিষধর নয়। তবে, সাপটি পাওয়া নিয়ে পুরসভার কর্মীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এর আগেও, গত বছর কলকাতা পুরসভার সদর দফতরের বিভিন্ন জায়গায় সাপ ও অন্যান্য প্রাণীর দেখা মিলেছিল। গত নভেম্বরে পুর ভবনের দোতলায় ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরের কাছেও একটি সাপ দেখা গিয়েছিল। এর আগে, গত মার্চ মাসে ট্রেজারি বিভাগের কাছে একটি বিশাল দাঁড়াশ সাপও পাওয়া গিয়েছিল।
এবার ফের সাপের উপস্থিতি পুর ভবনে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনায় একদিকে সাপ ধরার প্রস্তুতি চলছে, অন্যদিকে ভবনের নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Kolkata City: Snake found at Kolkata Municipality office creates panic among staff. Authorities contact forest department for assistance. Learn more about this recurring safety issue impacting clean-up and security measures.