বর্ষার মধ্যেই বাংলায় কাঁপুনি ধরাচ্ছে বার্ড ফ্লু! অসুস্থ একাধিক শিশু

বাংলায় চোখ রাঙাচ্ছে বার্ড ফ্লু। গত ন’দিনের ব্যবধানে ছয় শিশু বার্ড ফ্লু (Bird Flu) পজেটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। আক্রান্তেরা মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪…

WB Government Bans Import of Chicken and Eggs from Godavari Region Due to Bird Flu

short-samachar

বাংলায় চোখ রাঙাচ্ছে বার্ড ফ্লু। গত ন’দিনের ব্যবধানে ছয় শিশু বার্ড ফ্লু (Bird Flu) পজেটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। আক্রান্তেরা মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। শুধু তাই নয়, কলকাতার এন্টালি, হালতুর দুই শিশুও রয়েছে। এক শিশু আইসিইউতে ভর্তি রয়েছে বলে খবর।

   

বিক্ষোভের গেরোয় বাংলাদেশিরা, ভিসা বন্ধ করে আমিরি শাস্তি

কিছুদিন আগে ডেঙ্গির প্রকোপে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে উত্তরবঙ্গ থেকে। এই আবহেই বার্ড ফ্লুতে আক্রান্তের খবর সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। শুধু তাই নয়, আক্রান্ত শিশুরা কোনও একটি বিশেষ এলাকায় নয় বলে খবর। যেটা চিকিৎসকদের আরও ভাবাচ্ছে। প্রধানত বার্ড ফ্লু সাধারণত সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই হয়ে থাকে বলে বক্তব্য চিকিৎসক মহলের। কিন্তু জ্বর আসলেই চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে বার্ড ফ্লু আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছিল। এরপর জুলাই মাসেও আক্রান্তের খবর সামনে আসে।

জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মারাত্মক’ বুকে ব্যথা! রাতেই ছুটতে হল হাসপাতালে

তবে চিকিৎসকরা বার্ড ফ্লু নিয়ে খুব চিন্তিত হতে বলছেন না। বরং তাঁদের কথায়, প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে এই রোগ সহজেই সেরে যাবে। এই রোগের ভাইরাস বায়ুতে ভেসে বেড়ায় ফলে কোনও নির্দিষ্ট খাদ্য গ্রহণের ফলে এই রোগ হওয়ার সম্ভবনা নেই।