কেটে গিয়েছে ৬ টা মাস, এখনো মেলেনি সুবিচার। আজ ৯ এ ফেব্রুয়ারী তিলোত্তমার জন্মদিনে আবারো মৌন মিছিলে যোগ দিলেন তরুণী চিকিৎসকের বাবা মা। আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা তাই দেওয়া হয়নি স্লোগান। মুখে মাস্ক লাগিয়ে হাতে কালো পতাকা নিয়েই শুরু হলো মিছিল। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিলেন মিছিলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালেই জানিয়েছিলেন তিনি দেখা করবেন।
আজ দুপুরে বিবেকানন্দ র বাড়ি থেকে শুরু হয় এই মিছিল যাতে ছিলেন অভয়ার মা বাবা, আর ছিল প্রচুর সাধারণ মানুষ। সোদপুরের নাটাগড়, পার্থপুর ও মহেন্দ্রনগর এলাকায় শুরু হয়েছে অভয়া ক্লিনিক। সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত চলে এই অভয়া ক্লিনিক। প্রচুর রোগী দেখা হয় এই ক্লিনিকে, এমনকি ছিলেন অভয়ার মা বাবা ও। ৬ মাস কেটে গেলেও এখনো সুবিচার পাওয়া যায়নি অভয়া কাণ্ডের। ১৩ ই অগাস্ট থেকে পানিহাটির কোনো তৃণমূল নেতা দেখা পর্যন্ত করেনি অভয়ার মা বাবার সাথে। তবে তাদের মতে “আমাদের দরজা খোলাই আছে ওরা আসতেই পারেন। “
আজ অভয়ার জন্মদিনে ছিল একাধিক কর্মসূচি যার মধ্যে ছিল এই মৌন মিছিল। “লড়ে যাচ্ছি লড়ে যাবো যতদিন সুবিচার না পাওয়া যায়। ” এমনটাই শোনা গেলো অভয়ার বাবার মুখে। আজ জন্মদিনে মেয়ে হারানোর শোক বুকে নিয়েই এই কর্ম যজ্ঞে নেমেছিলেন তারা। অভয়া নিজে ছিলেন কর্মোদ্যোগী তাই তার জন্মদিনে একাধিক কর্মসূচির পরিকল্পনা ছিল। সেটাই বাস্তবে রূপ পেলো এই মৌন মিছিলের মধ্যে দিয়ে। রহস্যের জট এখনো খোলা যায়নি এখনো হয়তো অধরা অনেকেই, তবে আশাবাদী অভায়ার মা বাবা একদিন না একদিন সুবিচার পাবেন ই তারা। শুধু কলকাতাই নয় মেদিনীপুর, শিলিগুড়ি সহ আরো জেলাতেও এই মিছিল বের হয়