কলকাতার রাস্তায় গুলি চলল, রক্ত ঝরল

সাতসকালে বোম, গুলির শব্দে ঘুম ভাঙল তিলজলাবাসীর। দুষ্কৃতীদের দৌরাত্মের জেরে গুরুতর জখম হয়েছে বাবা-ছেলে। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে…

সাতসকালে বোম, গুলির শব্দে ঘুম ভাঙল তিলজলাবাসীর। দুষ্কৃতীদের দৌরাত্মের জেরে গুরুতর জখম হয়েছে বাবা-ছেলে। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা। ইতিমধ্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

স্থানীয়রা জানিয়েছেন, দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্রের কোপ চালানো হয় দুজনের ওপর। প্রায় তিন রাউন্ড গুলি চলে বলে খবর। অসামাজিক কাজের প্রতিবাদ করার জন্য তাঁদের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

Advertisements

এহেন ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। ঘটনাকে ঘিরে সরগরম হয়ে রয়েছে গোটা এলাকা। তল্লাশি চলছে বলে জানিয়েছে তিলজলা থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News