জেলে বসেই শুদ্ধিকরণের প্রক্রিয়া! বিরাট সিদ্ধান্ত নিলেন শাহজান

জেলের ভিতর থেকে সোজা পথে হাঁটতে চাইছেন শেখ শাহজান (Sheikh shajahan)। চলতি অর্থবর্ষের আয়কর জমা দিতে চান তিনি। এই মর্মে ইডি আদালতে আবেদন জানিয়েছেন শাহজাহান।…

Sheikh shajahan

জেলের ভিতর থেকে সোজা পথে হাঁটতে চাইছেন শেখ শাহজান (Sheikh shajahan)। চলতি অর্থবর্ষের আয়কর জমা দিতে চান তিনি। এই মর্মে ইডি আদালতে আবেদন জানিয়েছেন শাহজাহান। শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী বিচারকের কাছে আবেদন করেন, ইডি শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। শাহজাহানের ব্যাঙ্কের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। ফলে জমা দিতে পারছেন না আয়কর রিটার্ন।

বাংলার অধ্যাপক নিয়োগে কারচুপি? মেধাতালিকায় শুধুই রোল নম্বর দিল PSC

   

এখানেই শেষ নয়, শাহজানের আরও দাবি শাহজাহানের গ্রেফতারির পর তাঁর একটি গাড়িও আটক করেছিল ইডি। সেই গাড়িটিও ফেরত চাইছেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতের কাছে সেই আর্জিও জানান তাঁর আইনজীবী। যদিও ব্যাঙ্কশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এ নিয়ে কোনও নির্দেশ দেননি।

বঙ্গ বিজেপির হাল ফেরাতে দিলীপ ঘোষেই আশা দেখছে দিল্লি

শাহজানের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে একেবারে বাঁশ, লাঠি, গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা। রাস্তায় জ্বলেছিল আগুন। শাহজাহন তখন ছিলেন পলাতক। ৫৫ দিনের মাথায় শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে ইডি নিজেদের হেফাজতে নেয়। শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীদের জমি দখল করে বিপুল পরিমাণ সম্পত্তি বানানোর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয়েছিল, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত দুর্নীতি থেকে উপার্জিত অর্থের পরিমাণ অন্তত ২৬০ কোটি টাকা।