Jadavpur Student Death: যাদবপুর ছাত্রী মৃত্যুতে জোরদার আন্দোলনে SFI

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুতে (Jadavpur Student Death) উত্তাল ছাত্র রাজনীতি। সম্প্রতি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। অনামিকার দেহ…

Jadavpur Student Death SFI protest

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুতে (Jadavpur Student Death) উত্তাল ছাত্র রাজনীতি। সম্প্রতি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। অনামিকার দেহ উদ্ধার হয় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিল থেকে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত অনামিকার পেট থেকে মদ পাওয়া যায় এবং প্রাথমিকভাবে মনে করা হয় মদ্যপান করে ঝিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কিন্তু এ কথা মানতে নারাজ SFI ছাত্র সংগঠন। তারা বিশ্বাস করে অনামিকার মৃত্যু অস্বাভাবিক এবং তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আরও জোরদার আন্দোলনে নামতে চেয়েছে SFI। আরও স্বচ্ছ এবং উচ্চ পর্যায়ের তদন্ত চেয়েছে তারা। তারা বলেছে ছাত্র ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয় অভিভাবকরাও আতঙ্কের মধ্যে আছেন।

   

তারা অভিযোগ করেছেন পর্যাপ্ত পরিমানে সিসিটিভি ক্যামেরা নেই বিশ্ববিদ্যালয়ে। যদি তদন্তে প্রমাণিত হয় কেউ বা করা এই ঘটনার জন্য দায়ী তাহলে আইনানুসারে তাদের শাস্তি বিধান করতে হবে। SFI এর নেতৃত্ব দাবি করেছেন সিসিটিভি লাগানোর জন্য মোট ৬৮ লক্ষ্য টাকা ধার্য করে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকার অনুমোদন দেওয়া হয়নি।

শুধু তাই নয় তারা অভিযোগ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে ১০০ কোটি টাকা পাওয়ার কথা ছিল যাদবপুরের। কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও পায়নি বিশ্ববিদ্যালয়। তার সাথে SFI অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিতে চাইছে সরকার। উপাচার্য নেই, রেজিস্ট্রার অস্থায়ী আরও বিভিন্ন পদে যারা আছেন সবাই অস্থায়ী কর্মী।

Advertisements

SFI এর মতে বিজেপি দাবি করছে তারা ক্ষমতায় এলেই যাদবপুরের হাল ফিরবে কিন্তু যাদবপুরের ছাত্র ছাত্রীরা সবাই SFI কেই সমর্থন করে এবং সেই জন্য কেন্দ্র হোক বা রাজ্য প্রত্যেকেই এই বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিতে চাইছে। SFI নেতৃত্ব শুভেন্দু অধিকারী এবং কল্যাণ বন্দোপাধ্যকে সংস্কৃতি জগতের কলঙ্ক বলে উল্লেখ করেছে।

Woodburn Ward SSKM: SSKM হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধনে মমতা

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল SFI নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন করবে। কসবা কাণ্ডের মনোজিত মিশ্রের উদাহন টেনে SFI বলে আমরা বিশ্ববিদ্যালয়কে এতো নিচে নামাবনা। পুলিশের তরফ থেকে আরো সক্রিয় তদন্ত চাই বলেও দাবি করেছে বামপন্থী ছাত্র সংগঠন।