আসছে ভয়ঙ্কর শীত, রেডি রাখুন লোটা কম্বল, জারি HIGH ALERT

Weather Alert:  ৮ জানুয়ারি ২০২৫ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী তিন দিনে উত্তরবঙ্গের…

cold winter day in Kolkata

Weather Alert:  ৮ জানুয়ারি ২০২৫ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী তিন দিনে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। উত্তরের সমতল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।

তবে ঝঞ্ঝার ঝঞ্ঝাট সরলেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। এমনই সতর্কতা দিচ্ছে হাওয়া অফিস। ৯ জানুয়ারি ২০২৫ থেকে পরবর্তী ৫ দিনে সমগ্র দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সমগ্র দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১০°সে এর নীচে। আজ ৬ থেকে ৮ জানুয়ারি উত্তরবঙ্গে বড় প্রভাব ফেলবে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঝাপসা আবহাওয়া ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আবহাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭-৮ই জানুয়ারি ২০২৫

   

পর্যন্ত সময়সীমার মধ্যে।
তবে এই সময়ের মধ্যে উল্টো প্রভাব কলকাতা ও দক্ষিনে পড়বে ঝঞ্ঝার প্রভাবে। দক্ষিনের শীতের মুখে ফের বাধা হয়ে দাঁড়াবে এই ঝঞ্ঝা। আগামী ৬ জানুয়ারি থেকে কলকাতা শহর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। যেমন আজ লাফিয়ে ২ ডিগ্রি নামল কলকাতার পারদ।

আজ নতুন বছরের প্রথম সোমবার ও সপ্তাহের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪. ২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস। এটাই বেড়ে যাবে আগামী মঙ্গলবারে। আজ সোমবার বাতাসে আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। এই আর্দ্রতাই বলে দিচ্ছে আগামীকাল কমবে শীতের পরিমান যা ফিরবে তিন দিনের মধ্যে এবং কামড় বসাবে জমিয়ে।

তবে এ থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে এই বছর সমগ্র বাংলায় শীত থিতু হতে পারছে না।