পর পর মেট্রো বাতিলে বাড়ছে যাত্রীদের ভিড়, দমদমে ধাক্কাধাক্কি, পড়ে গিয়ে জখম মহিলা

কলকাতা: ফের শহরের ব্যাহত মেট্রো পরিষেবা৷ পর পর বাতি মেট্রো৷ যার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। দমদমে যাত্রীদের ধাক্কাধাক্কি৷ সেই ধাক্কাতেই পড়ে গিয়ে আহত…

several metros have been cancelled in Kolkata

কলকাতা: ফের শহরের ব্যাহত মেট্রো পরিষেবা৷ পর পর বাতি মেট্রো৷ যার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। দমদমে যাত্রীদের ধাক্কাধাক্কি৷ সেই ধাক্কাতেই পড়ে গিয়ে আহত হলেন এক মহিলা।

দমদমে স্টেশন একেবারে ভিড়ে ঠাসা৷ যাত্রীরা জানাচ্ছেন, প্রায় পৌনে ১টা থেকে কবি সুভাষ-দমদম লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত। পর পর তিনটি মেট্রো দমদম স্টেশনে না পৌঁছনোয় ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে, মেট্রো যে বাতিল হয়েছে, সে সম্পর্কে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও রকম খবর জানানো হয়নি। স্টেশনেও কোনও রকম ঘোষণা করা হয়নি বলেই অভিযোগ যাত্রীদের।

   

মেট্রো কর্তৃপক্ষেদাবি, কোনও মেট্রো বাতিল হয়নি৷ ট্রেন চলছে। কিছু সমস্যা রয়েছে৷ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। মেট্রোর এক মুখপাত্র বলেন, “বেলা ১২টা ৪০ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশন থেকে রওনা দিয়েছিল একটি রেক। কিন্তু, প্ল‍্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই ওই রেকে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ফলে সেই মেট্রোটি আর এগোতে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অপর একটি রেক গন্তব্যের উদ্দেশে রওনা দেয়৷ তখন ১২টা ৫০ হবে। একটি মেট্রো ছাড়তে পারেনি। কিন্তু, পরিষেবা বন্ধ হয়নি। ১০ মিনিটের মধ্যে অন‍্যটি ছাড়ে। খারাপ রেকটিও মেরামত করার পর  যাত্রী নিয়ে রওনা দেয়৷ এর জন্য যাত্রীদের মধ‍্যে কোনও হুড়োহুড়ি পড়েনি। আমরা প্রতিটা মুহূর্তের উপর নজর রাখছি৷’’

 

তবে যাত্রীরা অন্য কথা বলছে৷ তাঁদের দাবি, ভিড় অত্যন্ত বেশি ছিল৷ অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারেননি। হুড়োহুড়ির জেরেই মেট্রোয় উঠতে গিয়ে চোট পেয়েছেন এক মহিলা৷ তিনি বেলঘরিয়ার বাসিন্দা৷ নাম পুতুল দে। ওই যাত্রীর কথায়, রবীন্দ্র সদন যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দমদমে ১৫-২০ মিনিট মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়। মেট্রো আসার পর তাতে উঠতে যাই৷ পিছন দিক থেকে যাত্রীদের ধাক্কায় পড়ে যাই। পায়ে চোট লেগেছে বলেও জানান তিনি৷