BJP: নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ একাধিক প্রার্থী

আবারো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি (BJP)। এবার দলীয় প্রার্থীর নিরাপত্তার দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছে বিজেপি। জানা গিয়েছে, কাঁথি (Contai) পুরসভার ২১জন প্রার্থী নিরাপত্তা…

BJP: নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ একাধিক প্রার্থী

আবারো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি (BJP)। এবার দলীয় প্রার্থীর নিরাপত্তার দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, কাঁথি (Contai) পুরসভার ২১জন প্রার্থী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দ্বারস্থ। অন্যদিকে ভাটপাড়ার (Bhatpara) বিজেপির ৩ জন প্রার্থী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে মামলা করার অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছর পর অধিকারী পরিবারের কোনো প্রতিনিধি আর থাকছেন না পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়। কাঁথি পুরসভার যে প্রার্থিতালিকা এ বার বিজেপি ঘোষণা করেছে তাতে নেই অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম। তৃণমূলে থাকাকালীন ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু।