শহর জুড়ে শেখর হোমের দাপট! দুষ্টু রসিকতার আড়ালে ‘মিথ্যে’ বলার কৌশল

প্রকাশ পেল শেখর হোমসের (Shekhar Home) ট্রেলর। কলকাতা চষে বেড়ালেন সৃজিতের গোয়েন্দা শেখর। প্রতি সিনে এক একটা চমক দেখা গিয়েছে। মনে হয়েছে যেন ইংরেজি বিবিসি…

sekhar holmes

প্রকাশ পেল শেখর হোমসের (Shekhar Home) ট্রেলর। কলকাতা চষে বেড়ালেন সৃজিতের গোয়েন্দা শেখর। প্রতি সিনে এক একটা চমক দেখা গিয়েছে। মনে হয়েছে যেন ইংরেজি বিবিসি শার্লক হোমসের অবিকল বাংলা রূপ। এই সিরিজে শেখরের ভূমিকায় রয়েছেন কে কে মেনন (K K Menon)। ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরে (Ranvir Shorey)-কে। তবে ট্রেলার মুক্তি পাওয়ার পরে যে দুই অভিনেতা নজর কেড়েছেন, তাঁরা হলেন রুদ্রনীল ঘোষ ও কৌশিক সেন । সৃজিতের ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এই দুই বাঙালি অভিনেতা। ১৪ আগস্ট জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি।

Fuchka OTT: নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফুচকা’র ঘোযণার পরেই উদ্যোগ নিল টালিগঞ্জ

   

এই ছবি নিয়ে সৃজিত বলছেন, ‘আপনারা বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন?’ গোটা কাস্টিংয়েই চমক! জানা গিয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’-এ।

জিও সিনেমা প্রিমিয়াম মুক্তি পাচ্ছে স্যর আর্থার কোনাল ডায়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি ‘শেখর হোম’। কে কে মেননের শার্লক রূপ দেখে যারপরনাই উচ্ছ্বসিত নেটপাড়া। অনেকেই জানিয়েছেন, তাঁরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Wayanad: ওয়েনাড ধসের আক্রান্ত লোকজনদের সাহায্যে এগিয়ে এলেন সুরিয়া, কার্থি ও রশ্মিকা!

সদ্যই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। ‘এক রুকা হুয়া ফয়সালা’ নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। প্রযোজনায় এসভিএফ (SVF)। মুখ্যভূমিকায় রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায় , ফাল্গুনী চট্টোপাধ্যায় , কৌশিক সেন , অনির্বাণ চক্রবর্তী।