ভিভিআইপি জোনে কনভয় আটকাতেই ক্ষোভে ফেটে পড়লেন সুকান্ত মজুমদার

ভিভিআইপি জোনে ঢোকার মুখে কনভয় আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) । এরপরেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক। নিরাপত্তা ও প্রোটোকলের যুক্তি দেখিয়েই এমন…

Security Stops Sukanta Majumdar’s Convoy En Route to See Off PM Modi

ভিভিআইপি জোনে ঢোকার মুখে কনভয় আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) । এরপরেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক। নিরাপত্তা ও প্রোটোকলের যুক্তি দেখিয়েই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ‌্য প্রশাসন সূত্রে খবর। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ঘটনা ঘটে সোমবার দুপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সি-অফ করতে বিমানবন্দরের আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । কিন্তু প্রধানমন্ত্রীকে সি-অফ করার জন্য প্রোটোকল অনুযায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বসুও উপস্থিত ছিলেন। তবে দেখা যায়, যখন সুকান্ত মজুমদার কনভয় নিয়ে ভিভিআইপি জোনের দিকে যাচ্ছেন—অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠবেন—ঠিক তার আগেই নিরাপত্তারক্ষীরা সুকান্তের গাড়ি আটকে দেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয় তাঁকে। এরপরই সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়ার এই ঘটনা মুহূর্তের মধ্যেই খবরের শিরোনামে চলে আসে।

   

অন্যদিকে, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয়কে কোনও বাধা দেওয়া হয়নি। তিনি নির্বিঘ্নে ভিভিআইপি জোনে প্রবেশ করেন। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে—কেন একই জায়গায় একই সময়ে উপস্থিত দুই মন্ত্রীর জন্য আলাদা আচরণ করা হল? এর নেপথ্যে কি রাজনৈতিক উদ্দেশ্য, নাকি শুধুই প্রশাসনিক প্রোটোকল?

Advertisements

প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। তবে সূত্রের দাবি, প্রধানমন্ত্রীকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। কারা কারা ভিভিআইপি জোনে প্রবেশের অনুমতি পাবেন, তার একটি তালিকাও আগে থেকে প্রস্তুত ছিল। হয়তো সেই তালিকায় কোনও বিভ্রাটের কারণেই সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়া হয়।

তবে রাজ্যের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে স্পষ্ট কিছু জানানো হয়নি। সরকারি মহলের দাবি, ভিভিআইপি জোনে প্রবেশের নিয়ম অত্যন্ত কড়া।