কলকাতা: শহরের অন্যতম প্রধান সেতু দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) ২৫ জানুয়ারি রবিবার সারাদিন বন্ধ থাকবে। কলকাতা পুলিশ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বন্ধ অত্যাবশ্যক।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স জানিয়েছে, এবার সেতুর “স্টে” এবং “ডাউন কেবল” সম্পূর্ণভাবে পরিবর্তন করা হবে। এতে সেতুর আয়ু বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার নির্দেশে জানানো হয়েছে, ২৫ জানুয়ারি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু এবং র্যাম্পে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এই সময় বিকল্প রুট ব্যবহার বাধ্যতামূলক।
পুলিশ সূত্র জানিয়েছে, পশ্চিম দিক থেকে আসা যানবাহন যারা এজেসি বোস রোড বা কেপি রোড ধরে সেতুতে উঠার চেষ্টা করবে, তাদের নির্দিষ্ট পয়েন্টে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলোকে টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
একইভাবে, খিদিরপুর দিক থেকে আসা পূর্বগামী যানবাহনও হেস্টিংস ক্রসিং থেকে বিকল্প পথে পরিচালিত হবে। পুলিশ ও ট্রাফিক বিভাগের পরামর্শ, সেতু বন্ধের সময় আগেভাগে বিকল্প রুট ব্যবহার করলে যানজট এড়ানো সম্ভব।
মেরামতির কাজের মধ্যে শুধু কেবল পরিবর্তন নয়, সেতুর সম্পূর্ণ কাঠামোগত দৃঢ়তা বৃদ্ধিও অন্তর্ভুক্ত। কমিশনার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এই কাজ সম্পন্ন হলে সেতুর নিরাপদ চলাচল আগামী ১৫-২০ বছর পর্যন্ত স্থায়ী হবে।
