শিয়ালদহ-হাওড়া থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময় পরিবর্তন, দেখুন তালিকা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার (Sealdah Train Rescheduled) জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। শিয়ালদহ/হাওড়া-গুয়াহাটি লাইনে একাধিক ট্রেন লেটে চলছে। লিঙ্ক ট্রেন লেটে আসায় ট্রেন ছাড়তেও দেরি হচ্ছে। আজ,…

train

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার (Sealdah Train Rescheduled) জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। শিয়ালদহ/হাওড়া-গুয়াহাটি লাইনে একাধিক ট্রেন লেটে চলছে। লিঙ্ক ট্রেন লেটে আসায় ট্রেন ছাড়তেও দেরি হচ্ছে। আজ, বুধবার শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ডাউন লিঙ্ক ট্রেন দেরিতে আসার কারণেই এই ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে।

নিম্নলিখিত ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে

   

১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ১৯ জুন সন্ধ্যা ৭টা ৪০-এর পরিবর্তে ২০ জুন রাত ২ টোয় শিয়ালদহ থেকে ছাড়বে।

১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৯ জুন রাত ৮টা ৩৫-এর পরিবর্তে ২০ জুন রাত ১২টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ১৯ জুন রাত ১১টা ২০-এর পরিবর্তে ২০ জুন রাত ৩টে ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

শিয়ালদহ স্টেশনে কমবে ভিড়, যাত্রীদের সুবিধার্থে বিরাট উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল

১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ১৯ জুন বিকেল ৪টে ৫-এর পরিবর্তে ২০ জুন ভোর ৫টায় হাওড়া থেকে ছাড়বে।

১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ১৯ জুন দুপুর ২টো ২৫-এর পরিবর্তে বিকেল ৫টা ১০-এ হাওড়া থেকে ছাড়বে।

১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস ১৯ জুন দুপুর ৩টের পরিবর্তে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

বড় খবর! বাংলার আরও ৫০ হাজার মানুষকে মাসিক ১০০০ টাকা করে ভাতা

যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে রেল।

সোমবার দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাজে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল ট্রেনটি। সেই সময় ওই লাইনেই ঢুকে পড়ে একটি মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে।

একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়। মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, দলে কি গুরুত্ব কমছে বিরোধী দলনেতার?