কলকাতা: প্রতিদিনের ভিড় সামাল দিতে শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Section) চালু হল নতুন তিনটি ইএমইউ লোকাল ট্রেন। দক্ষিণ ২৪ পরগনা, বিশেষত সোনারপুর, ডায়মন্ড হারবার ও বালিগঞ্জ রুটে চলাচলকারী নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন ট্রেন পরিষেবার সূচনা করেছে রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ট্রেনগুলোর মাধ্যমে অফিস টাইমে ট্রেনের চাপ কমবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে প্রচুর সংখ্যক যাত্রী এই রুটগুলিতে যাতায়াত করেন। সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে চালু হয়েছে একটি নতুন স্পেশাল লোকাল, যা ছাড়বে সোনারপুর থেকে ভোর ৫টায় এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬টা ৫ মিনিটে। এর পাশাপাশি, ডায়মন্ড হারবার থেকে সকাল ৬:৩০টায় ছাড়বে দ্বিতীয় ট্রেনটি, যার গন্তব্য বালিগঞ্জ। এটি সকাল ৭টা ৫৬ মিনিটে পৌঁছবে বালিগঞ্জ স্টেশনে।
তৃতীয় নতুন ট্রেনটি বালিগঞ্জ থেকে সোনারপুরের মধ্যে পরিষেবা দিচ্ছে। সকাল ৮টা ১৪ মিনিটে ছাড়বে বালিগঞ্জ থেকে এবং সোনারপুর পৌঁছবে সকাল ৮টা ৩৩ মিনিটে। এই তিনটি ইএমইউ স্পেশাল ট্রেন আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। যাত্রী চাহিদা বুঝে পরবর্তীতে এগুলিকে নিয়মিত পরিষেবার অন্তর্ভুক্ত করা হতে পারে বলেই জানা গিয়েছে।
শুধু নতুন ট্রেনই নয়, কয়েকটি পুরনো ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। যেমন, ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি আগে ছাড়ত ভোর ৪:৫০-এ। এখন সেটি ১০ মিনিট আগে, অর্থাৎ ৪:৪০-এ ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে সকাল ৫:৪৫ মিনিটে (আগে যা ছিল ৫:৫৫)। অর্থাৎ, যাত্রাপথে ১০ মিনিট সাশ্রয় হচ্ছে।
এছাড়াও, শিয়ালদহ বনগাঁ সেকশনের পর এবার দক্ষিণ শাখায়ও অতিরিক্ত ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বারাসত-বসিরহাট রুটেও পরিবর্তন এসেছে। বারাসত থেকে সকাল ৬:২৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে বসিরহাটের দিকে, যা পৌঁছবে সকাল ৭:৩০-এর কিছু পর। বসিরহাট থেকে একটি ট্রেন রওনা দেবে সকাল ৭:৩৫-এ এবং তা বারাসত পৌঁছবে যথাসময়ে।
এই পদক্ষেপের ফলে বহু অফিসযাত্রী বিশেষভাবে উপকৃত হবেন। যাত্রীদের মতে, অফিস টাইমে ভিড়ের চাপে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে। নতুন ট্রেনের ফলে তারা এবার একটু স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রতিক্রিয়া ও ট্রেনের যাত্রাসংখ্যার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও ট্রেন চালানো হতে পারে। জনসংখ্যা ও নিত্যযাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে এমন উদ্যোগকে দীর্ঘমেয়াদে স্থায়ী করতেই এই পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিয়ালদহ দক্ষিণ শাখার নতুন এই লোকাল ট্রেন ব্যবস্থা শহরতলির যাত্রীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। নিয়মিত পরিষেবা হলে এটি বহু মানুষের দৈনন্দিন যাতায়াতকে সহজতর করবে। বিশেষ করে অফিস টাইমে ভিড়ের চাপ কমাতে এই উদ্যোগ কার্যকর হবে বলেই আশাবাদী রেল প্রশাসন।