শহরের জনজীবনের অঙ্গ হয়ে উঠেছে লোকাল ট্রেন। প্রতিদিন লাখ লাখ (Sealdah Rail Division) মানুষ যাতায়াত করেন লোকাল ট্রেনে, বিশেষ করে অফিস টাইমে। তবে সেই সময়টিতেই সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন যাত্রীরা — উপচে পড়া ভিড়, দমবন্ধ পরিস্থিতি, দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি মুম্বই লোকালে ভয়াবহ দুর্ঘটনা এই সমস্যার পরিধি আরও প্রকট করে তুলেছে। আর তাই, দেশজুড়ে লোকাল ট্রেনের ভিড় সামাল দিতে রেলমন্ত্রক একাধিক পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে শিয়ালদহ দক্ষিণ শাখায় চালু হল নতুন তিনটি ট্রেন পরিষেবা।(Sealdah Rail Division)
সোনারপুর থেকে ডায়মন্ড হারবার: নতুন ট্রেন সকাল ৫টায়(Sealdah Rail Division)
শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, অফিস টাইমের ভিড় নিয়ন্ত্রণে এবার থেকে(Sealdah Rail Division) সোনারপুর-ডায়মন্ড হারবার রুটে নতুন একটি ট্রেন চালানো হবে। প্রতিদিন ভোর ৫টায় সোনারপুর স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। প্রায় ৬টা ৫ মিনিট নাগাদ পৌঁছবে ডায়মন্ড হারবার স্টেশনে। কর্মজীবীদের সুবিধার্থে এই টাইমিং বিশেষভাবে চিন্তা করে ঠিক করা হয়েছে। ভোরে গন্তব্যে পৌঁছে যাত্রীরা আরও স্বচ্ছন্দে অফিসে পৌঁছতে পারবেন।(Sealdah Rail Division)
ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ: নতুন রুটে যাত্রা শুরু(Sealdah Rail Division)
দ্বিতীয় নতুন ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ পর্যন্ত। সকাল ৬টা ৩০ মিনিটে ডায়মন্ড হারবার স্টেশন থেকে ছেড়ে ৭টা ৫৬ মিনিটে পৌঁছবে বালিগঞ্জ। এই রুটে অফিসযাত্রীদের চাপ বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। সেই প্রেক্ষিতেই এই নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।(Sealdah Rail Division)
সোনারপুর-ডায়মন্ড হারবার লোকালের সময় পরিবর্তন(Sealdah Rail Division)
তৃতীয় যে ট্রেনটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে, সেটি হল (Sealdah Rail Division) সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল। আগে যেখানে এই ট্রেনটি ছাড়ত বিকেল ৪টা ৫০ মিনিটে, এখন সেটি ছাড়বে ৪টা ৪০ মিনিটে। সময় এগিয়ে আনার ফলে বিকেলের রাশ আওয়ারে ডায়মন্ড হারবারগামী যাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে। ট্রেনটি ডায়মন্ড হারবারে পৌঁছবে ৫টা ৪৫ মিনিটে।(Sealdah Rail Division)
আগের উদাহরণ: বনগাঁও রুটে পাঁচটি নতুন ট্রেন(Sealdah Rail Division)
এই পদক্ষেপ একমাত্র ডায়মন্ড হারবার রুটে সীমাবদ্ধ নয়। এর আগে, দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁও রুটে পাঁচটি নতুন ট্রেন চালু করেছিল শিয়ালদহ ডিভিশন। সেই ট্রেনগুলোর সুফল ইতিমধ্যেই দেখা গিয়েছে — চাপ অনেকটাই কমেছে, যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন। একই রকম সুফল ডায়মন্ড হারবার লাইনে মিলবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।(Sealdah Rail Division)
মুম্বইয়ের ঘটনা যেন আর না ঘটে(Sealdah Rail Division)
গত মাসে মুম্বই লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান চারজন যাত্রী। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে পাশের লাইনে থাকা অন্য ট্রেনের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনাই রেল বোর্ডকে আরও তৎপর করে তোলে। দেশজুড়ে লোকাল লাইনে বাড়তি নজরদারি ও ট্রেন সংখ্যা বাড়ানোর কাজ শুরু হয় দ্রুতগতিতে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনও সেই উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন ট্রেন পরিষেবা শুরু করেছে।(Sealdah Rail Division)