বিধাননগর থেকে নিত্যযাত্রীদের জন্য নতুন লোকাল পরিষেবা, বড় ঘোষণা রেলের

রোজ ভিড় ঢেলে যাওয়ার দিন প্রায় শেষ হতে চলেছে। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতের…

Sealdah Division Launches Fresh Local Service on Bidhannagar–Kalyani Route

রোজ ভিড় ঢেলে যাওয়ার দিন প্রায় শেষ হতে চলেছে। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতের বাড়তি চাপ ও নিত্যযাত্রীদের চাহিদা মেটাতে শুরু হচ্ছে নতুন লোকাল ট্রেন পরিষেবা।

শিয়ালদহ ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল বিধাননগর (Bidhannagar) রোড স্টেশন থেকে সরাসরি কল্যাণী পর্যন্ত চলবে এই নতুন কল্যাণী লোকাল প্রতিদিন (সোমবার থেকে শনিবার) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বিধাননগর রোড স্টেশন থেকে ছাড়বে এবং রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। যাত্রাপথে সব স্টেশনে থামবে ট্রেনটি। ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টা ১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। এই পরিষেবা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। রবিবার ট্রেনটি থাকবে না।

   
Advertisements

শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে এই স্টেশনটির অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। নিউ টাউন, সল্টলেক, কাঁকুড়গাছি, সেক্টর ফাইভ, রাজারহাট—সব এলাকার যাত্রীদের জন্য বিধাননগর রোড হল এক প্রধান ট্রানজিট পয়েন্ট। নতুন পরিষেবা চালু হলে এই এলাকাগুলির যাত্রীদের সরাসরি কল্যাণীর সঙ্গে যোগাযোগ রক্ষায় সুবিধা হবে।