পুজোতে বিশেষ উপহার রেলের, সারারাত ট্রেন চলবে এই সমস্ত লাইনে

আট থেকে আশি সকলেই পুজোর আনন্দে মেতে উঠেছেন। শুরু হয়ে গিয়েছে প‌্যান্ডেল হপিং। যদিও মহালয়া থেকেই পুজো দেখতে পথে নেমে গিয়েছে সাধারণ মানুষ! শ্রীভূমি হোক…

Indian Railway

আট থেকে আশি সকলেই পুজোর আনন্দে মেতে উঠেছেন। শুরু হয়ে গিয়েছে প‌্যান্ডেল হপিং। যদিও মহালয়া থেকেই পুজো দেখতে পথে নেমে গিয়েছে সাধারণ মানুষ! শ্রীভূমি হোক কিংবা সন্তোষ মিত্র স্কোয়ার! মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। (Indian Railway) প্রবল ভিড় এড়াতে বিশেষ ব‌্যবস্থা রেলের তরফ থেকে।

তবে শুধু তিলোত্তমাতেই নয়, ভির জমেছে জেলার মণ্ডপেও। তবে শহর প‌্যান্ডেলে ঘুরতে আসার জন‌্য একংমাত্র ভরসা লোকাল ট্রেন হোক বা মেট্রো। পুজোর দিনগুলিতে যাত্রীদের ভিড় সামলাতে ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে দারুণ উপহার। শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন একাধিক ব্যবস্থা নিয়েছে। দেওয়া হবে লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা।

   

আজ বুধবার ৯ অক্টোবর থেকেই লোকাল ট্রেনের বিশেষ এই পরিষেবা শুরু হয়ে যাবে! যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এই দিনগুলিতে। বিভিন্ন শাখায় রাত ১২টা থেকে অন্তত ১৮ টি লোকাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত। যা ভোর তিনটে পর্যন্ত চলবে।

শেওড়াফুলি, তারকেশ্বর, হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় লোকাল ট্রেনও। ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন এই সমস্ত রুটে চালানো হবে বলে জানা যাচ্ছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১২টা ৪৫ মিনিটে হাওড়া-বর্ধমান মেন শাখায় রাতের শেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ট্রেন। এটাই শেষ লোকাল হবে।ব্যান্ডেলের যাত্রীরাও রাতে ট্রেন পাবেন। রাত ১ টায় শেষ ট্রেন ওই রুটে চালানো হবে।