প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তনুর, মিলবে জেলমুক্তি?

Primary Recruitment Scam: জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল সিবিআই…

Shantanu Banerjee

Primary Recruitment Scam: জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল সিবিআই বিশেষ আদালত। বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। জামিন পেলেও জেলমুক্তি হচ্ছে না শান্তনুর।

জানা গিয়েছে, ১ লক্ষ টাকার সিউরিটি বন্ডে জামিন মকুব করেছে আদালত। তবে আদালত শর্ত দিয়েছে যে আপাতত রাজ্যের চারটি জেলার বাইরে যেতে পারবেন না তিনি। একইসঙ্গে শর্ত রাখা হয়েছে, তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে যখনই ডাকবেন হাজিরা দিতে হবে তাঁকে। এছাড়াও মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে।

   

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম কারিগর হিসেবে শান্তনুর নাম উঠে আসে সিবিআই-এর তদন্তে। সিবিআই এই বিষয়টি চার্জশিটে উল্লেখ করে। তবে এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। শুরু না হওয়ার কারণেই সেটাকে ‘গ্রাউন্ড’ হিসাবে দেখিয়েছেন শান্তনু। এই কারণেই তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

Advertisements

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগে গত বছর ২৬ নভেম্বর ইডি মামলায় জামিন পান শান্তনু। কিন্তু এই সিবিআই মামলার জেরেই জেলেই থাকতে হচ্ছিল শান্তনুকে। প্রাথমিকের নিয়োগ মামলায় এই নিয়ে মোট ৬ জন অভুযুক্ত জামিন পেলেন।

প্রাথমিক মামলায় নাম জড়ায়। ২০২৩ সালে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এই মামলায় পরে সিবিআই-ও তাঁকে হেফাজতে নেয়। এরপর তৃণমূল থেকে বহিষ্কৃত হন শান্তনু দুর্নীতিতে নাম জড়ানোর ফলে। সিবিআই দাবি করে কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিতর্কিত অডিয়োতেও শান্তনুর গলা শোনা গিয়েছিল। মিলিয়ে দেখার জন্য শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। শান্তনুর কণ্ঠস্বর পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।