DA Protest: ‘বন্ধ হয়ে যাবে সরকারি কাজ’, ধর্মঘটের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখা না করেন তাহলে অনির্দিষ্টকাল ধর্মঘটে বন্ধ হয়ে যাবে সরকারি কাজ। এমনই হুঁশিয়রি দিল রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তবে…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখা না করেন তাহলে অনির্দিষ্টকাল ধর্মঘটে বন্ধ হয়ে যাবে সরকারি কাজ। এমনই হুঁশিয়রি দিল রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তবে মুখ্যমন্ত্রী বলেছেন ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। বিষয়টি ঐচ্ছিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী আরও ৪ শতাংশ ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। কিন্তু এতে রাজি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের বক্তব্য, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভিক্ষা চাই না।

Advertisements

১৯ জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, ওইদিন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ এবং অন্যান্য দাবির কথা জানাবেন। তিনি দেখা করতে রাজি না হলে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট চলবে সরকারি কর্মীদের।

   

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সমতুল্য ডিএ, সমস্ত সরকারি শূন্য পদে কর্মী নিয়োগ দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছে। প্রতীকী ধর্মঘট করেছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন ১৯ তারিখে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিদাওয়া নিয়ে দেখা করতে চাই। তিনি দেখা না করলে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাব। বিভিন্ন সামাজিক সংগঠন, চাকরিপ্রার্থী, ছাত্র সংগঠনগুলি আমাদের আন্দোলনে শামিল হতে পারে।