কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ, অভিযোগ জানাতে পারবেন ভোটকর্মীরা

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। এবার সেই ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ…

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। এবার সেই ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ।

জানা যাচ্ছে যে সমস্ত জেলাকে বিভিন্ন জোনে ভাগ করে নেওয়া হয়েছে। ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটের দিন ভোটকর্মীরা কোনও রকমের সমস্যায় পড়লে এই কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

   

Advertisements

এরপর সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন এবং বিভিন্ন দফতরে পৌঁছে দেওয়া হবে। শহিদ মিনারের ধর্নামঞ্চ থেকে মনিটরিং করা হচ্ছে। এই মঞ্চেই ডিএর আন্দোলন চলছে। বকেয়া ডিএর দাবিতে সেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন-অবস্থান করছেন তাঁরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News