নিজাম থেকে বেরোতেই সন্দীপের বিরুদ্ধে উঠল ‘চোর চোর’ স্লোগান

আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব গোটা রাজ্য। এর মধ্যে ১৬ দিন জেরার পর অবশেষে সোমবার রাতে আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার…

আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব গোটা রাজ্য। এর মধ্যে ১৬ দিন জেরার পর অবশেষে সোমবার রাতে আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সেইসঙ্গে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপের তিন ঘনিষ্ঠ বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলিকে।

Advertisements

এদিন সারারাত নিজাম প্যালেসে কাটানোর পর রাতে সেখানে এসেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। এদিন নিজাম প্যালেসে কাটানোর পর মঙ্গলবার দুপুরে সেখান থেকে বেরিয়ে আলিপুর বিশেষ আদালতের দিকে রওনা দেওয়ার জন্য বেরোতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠল ‘চোর চোর’ স্লোগান। আর সেই স্লোগান তোলে সেখানে উপস্থিত আমজনতা।

   

তাঁকে সিবিআইয়ের আধিকারিকরা গাড়িতে তোলার সময় ওঠে এই স্লোগান। আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ ঘোষ। তবে সেখান থেকে কোনওরকমে ভেতরে প্রবেশ করেন তিনি। এদিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই দাবি করে এই আর্থিক দুর্নীতির পিছনে রয়েছে আরও অনেকে। সেখানে সিবিআই এই দুর্নীতির তদন্তের জন্য সন্দীপকে ১০ দিনের জন্য হেফাজতে চায়।

জানা যাচ্ছে, এরপর সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে ৮ দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।