সিবিআই তদন্ত নিয়ে সন্দীপের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এবার সুপ্রিম কোর্টের কাছে মুখ পুড়ল সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে…

সিবিআই তদন্ত নিয়ে সন্দীপের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এবার সুপ্রিম কোর্টের কাছে মুখ পুড়ল সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর আর্থিক অনিয়মের তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ।

কিন্তু এবার সুপ্রিম কোর্টের কাছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সেই মামলা কার্যত ধোপে টিকল না। শুক্রবার এই আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সন্দীপের মামলা খারিজ করে কী জানিয়েছে সুপ্রিম কোর্ট? এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেই মামলার তদন্ত বর্তমানে হাই কোর্টের নজরদারিতে চলছে।

এরপরেই সন্দীপ ঘোষের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল (সন্দীপ ঘোষ)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাঁর দাবি, আরজি করের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই। শুধু দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর জন্য সন্দীপ ঘোষের আইনজীবী এদিন প্রশ্ন তুলেছেন, তাহলে জনস্বার্থ মামলায় কেন তাঁর মক্কেলের নাম এল? সেইসঙ্গে তাঁর দাবি, সিবিআইয়ের তদন্তের বিরোধী নন তাঁর মক্কেল।

কিন্তু হাই কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী সন্দীপ ঘোষ দুর্নীতি চক্রে জড়িত। আর যেটা সত্যি নয় বলে দাবি করেছেন সন্দীপের আইনজীবী। এরপরে প্রধান বিচারপতি জানিয়েছেন, এটা হাই কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ। এ বিষয়ে সিবিআইয়ের কাছে তাঁরা তথ্য চেয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। প্রত্যুত্তরে সন্দীপের আইনজীবী বলেছেন, “আমিও চাই সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক। হাসপাতালের ‘বায়োমেডিক্যাল ওয়েস্ট’ বা জৈব বর্জ্য নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হোক।”

Advertisements

এই কথা শোনার পরেই সন্দীপের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির বক্তব্য, “একজন অভিযুক্ত হিসাবে আপনার অবস্থানের কী গ্রহণযোগ্যতা রয়েছে?” সবমিলিয়ে শুক্রবার সন্দীপের মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছে, সন্দীপ যে আবেদন নিয়ে শীর্ষ আদালতে গিয়েছেন, তার গ্রহণযোগ্যতাই নেই। তাই তাঁর মামলা খারিজ করে দিয়েছে আদালত। সেইসঙ্গে বিচারপতি জানিয়েছেন এখনই তাঁরা সিবিআই তদন্তের উপর হস্তক্ষেপ করছে না।

এই ঘটনার তদন্ত যে স্বচ্ছ ভাবে হচ্ছে, তা নিশ্চিত করতে হবে কলকাতা হাই কোর্টকে। প্রসঙ্গত, ২৭ অগস্ট সন্দীপ ঘোষ এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করলেও শুনানির আগেই ২ সেপ্টেম্বর এই মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।