‘দয়া করে বলবেন না’, সাংবাদিক দেখেই রীতিমত কাকুতিমিনতি ডাঃ সন্দীপের

শনিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বহিষ্কৃত আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ (Dr.Sandip Ghosh)। শুক্রবার মধ্যরাত পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। আবার এদিন সকালে…

Deputy Superintendent Akhtar Ali approaches High Court against former principal of RG Kar Dr Sandeep Ghosh, আরও বিপাকে ডাঃ সন্দীপ! ভয়াবহ অভিযোগে এবার কোর্টে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সহকর্মী

শনিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বহিষ্কৃত আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ (Dr.Sandip Ghosh)। শুক্রবার মধ্যরাত পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। আবার এদিন সকালে ক্যাবে করে পৌঁছন সিবিআই (CBI) দফতরে। এদিনও সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে কড়া নিরাপত্তায় ভিতরে ঢোকেন। তখনই সাংবাদিকদের তিনি বলেন, “দয়া করে বলবেন না, আমাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে সিবিআই আমাকে ডেকেছে। আমি সহযোগিতা করছি।” শুক্রবার মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই।

দেশজুড়ে চিকিত্সা পরিষেবার দফারফা, কর্মবিরতি চিকিৎসকদের, হাহাকার রোগীদের

   

তারপর রাত দেড়টা পর্যন্ত লাগাতার জেরা চলে প্রাক্তণ অধ্যক্ষের (Dr.Sandip Ghosh)। জেরা শেষে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান। এদিন সকালেও পেছনের গেট দিয়ে ঢোকেন তিনি। কেন তাঁকে পেছনের গেট দিয়ে যাতায়াত করতে হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন।

গত সপ্তাহ থেকে দাম বাড়েনি পেট্রোলের, অপরিবর্তিত দর ডিজেলেরও

অন্যদিকে, আরজি কর কাণ্ডের জেরে উত্তাল দেশ। চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। যারফলে দেশজুড়ে চিকিত্সা পরিষেবা ব্যহত হওয়ার বড় আশঙ্কা দেখা দিয়েছে।

ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, মাঝরাতে লাইনচ্যূত সবরমতী এক্সপ্রেসের ২২ কামরা

আরজি করকে কেন্দ্র করে বহু মেডিক্যাল কলেজের ডাক্তাররা পথে নেমেছেন। পশ্চিমবঙ্গেও লাগাতার কর্মবিরতিতে নেমেছে জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। এবার লাগাতার কর্মবিরতির পথে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। যারফলে রাজ্য থেকে গোটা দেশে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাঁদের পরিবারকে। 

এদিকে আরজি করে তাণ্ডবের ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।