আরজি কর কাণ্ডে গ্রেফতার টালা থানার ওসি, সন্দীপের বিরুদ্ধে ধর্ষণ-খুনের ধারা

আরজি কর (RG Kar) ধর্ষণ খুনের মামলায় নয়া মোড়! এবার এই মামলায় গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং…

আরজি কর (RG Kar) ধর্ষণ খুনের মামলায় নয়া মোড়! এবার এই মামলায় গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং ট্রেনি ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এদিন ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করা হল। এর আগে সন্দীপকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল।

আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় আগেই গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিল ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার হাতে পায় সিবিআই। সেই সময় সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে সিবিআই সঞ্জয়কে হেফাজতে নিলেও আপাতত সে জেল হেফাজতে রয়েছে। এই মামলাতেই এবার টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।

   

গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। ওই ঘটনায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে আসে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে তাঁকে ইস্তফা দিতে হয় হাসপাতালে অধ্যক্ষের পদ থেকে। হাইকোর্টের নির্দেশে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই।

মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চোখের জল ফেলে ফিরলেন আন্দোলনকারী চিকিৎসকরা

সেই তদন্তে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী সাপ্লাইতে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে টানা ১৫ দিন সন্দীপকে জেরা করে কেন্দ্র গোয়েন্দা সংস্থাটি। এই অবস্থায় সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর সদস্যপদ হারান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তারপরেই আর্থিক দুর্নীতি মামলায় ২ সেপ্টেম্বর সন্ধ্যায় সন্দীপকে গ্রেফতার করে সিবিআই।