সন্দীপের বেলেঘাটার বাড়ি বেআইনি, নোটিশ পাঠাল কলকাতা পুরসভা

অসস্থি বাড়ল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের। চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনায় বর্তমানে জেলবন্ধি সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এবার বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বাড়িতে পড়ল পুরসভার নোটিশ।…

Sandip Ghosh House

অসস্থি বাড়ল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের। চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনায় বর্তমানে জেলবন্ধি সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এবার বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বাড়িতে পড়ল পুরসভার নোটিশ। আগামী সপ্তাহের শুরুতেই পুরসভার আধিকারিকরা তাঁর বেলেঘাটার বাড়িতে পর্যবেক্ষণে যাবেন বলে চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে নাম রয়েছে সন্দীপ পত্নি সংগীতা ঘোষের।কলকাতা পুরসভা সূত্রে খবর এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ।

কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনের বাসিন্দা সন্দীপ ঘোষ। সিআইটি মোড়ের কাছে বিশাল চার তলা অট্টালিকা তাঁর। বালাজি নিবাস নামে সেই অট্টালিকারই একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে গত ১০ সেপ্টেম্বর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। ওই ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৫৪৪ ধারায় এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। শুক্রবার দুপুর ১২ নাগাদ কলকাতা পুরসভার আধিকারিকরা গিয়ে তাঁর বাড়িতে নোটিশ লাগিয়ে দেয়।

   

প্রসঙ্গত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ আনেন আরজকির হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তবে স্বাস্থ্যভবন থেকে মুখ্যমন্ত্রী দফতর অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। অভিযোগ থাকা শর্তেও প্রভাবশালী সন্দীপের বিরুদ্ধে কোন পদক্ষেপে নেয়নি তৃনমূল শাসিত প্রসাশন। আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যার পর সন্দীপের গ্রেফতারি বদলে দিল গোটা চিত্র। অভিযোগ দাখিল হতেই সন্দীপের বেআইনি বাড়ি নিয়ে পদক্ষেপের পথে কলকাতা পুরসভা।