সাগর দত্তে জারি কর্মবিরতি, কলেজ কাউন্সিলের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের

সপ্তাহখানেকের মধ্যেই ফের রোগী মৃত্যু ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical College And Hospital)। শুক্রবার সেখানে এক রোগীর…

Sagar Dutta declares strike; junior doctors to decide next steps in college council meeting.

সপ্তাহখানেকের মধ্যেই ফের রোগী মৃত্যু ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical College And Hospital)। শুক্রবার সেখানে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। এরপর এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করে ধর্ণা শুরু করেন।

তবে শনিবার সকালের পরও সেই ধর্ণা এখনও চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত, এদিন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পরেও চিকিৎসা না করিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয় বলে দাবি নিহত পরিবারের। অবশেষে রোগীর আশঙ্কাজনক অবস্থা তৈরী হলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

   

এরপর সেই রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হলে তাঁদের বাঁচাতে গিয়ে আহত হন পুলিশ। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাববোধ করে সেই অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেন সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারেরা।

সেই হাসপাতালেরই এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন, এই ঘটনার পর হাসপাতালের অধ্যক্ষ এবং এমএসভিপির সঙ্গে তাঁদের কথা হয়েছে। নিরাপত্তার বিষয়ে তাঁরা মৌখিক আশ্বাস পেয়েছেন কর্তৃপক্ষের থেকে। কিন্তু সেই আশ্বাসের কোনও ফলই দেখা যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। আরেকজন জুনিয়র চিকিৎসকের কথায়, হাসপাতালের ভেতরে এরকম অত্যাচারের প্রতিবাদে তাঁরা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন।

তাই তাঁরা যতক্ষণ না নিরাপদ কর্মস্থল পাচ্ছেন ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না। কাল রাত থেকে কর্মবিরতি চালানোর পাশাপাশি সেই কলেজের জুনিয়র চিকিৎসকরা জরুরি বিভাগে আপাতত পরিষেবা বন্ধ রেখেছেন। তবে হাসপাতাল চত্বরে অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার তাঁদের কলেজ কাউন্সিলের একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন তাঁরা।

তবে শুক্রবার রাতে ইতিমধ্যেই সাগর দত্ত মেডিক্যাল কলেজে হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে। তখনও ঘন্টার পর ঘন্টা চিকিৎসা না করে রোগী ফেলে রাখার অভিযোগ উঠেছিল এই হাসপাতালের বিরুদ্ধে। সেসময়ও রোগীর পরিবার অভিযোগ তুলে বলেছিল বিনা চিকিৎসাতেই ওই রোগীর মৃত্যু হয়েছে। সেই ঘটনা মিটতে না মিটতেই ফের সাগর দত্ত উত্তপ্ত হয়ে উঠল রোগী মৃত্যুর ঘটনায়।