নিয়োগ দুর্নীতির তদন্ত জেরা শেষে ১১ ঘণ্টা পর তৃ়ণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষকে (Sayoni Ghosh) ছাড়া পেলেন৷ রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হন৷ তবে এদিন সকালে তিতি ইডি অফিসে ঢোকার আগে বলেন, একশ শতাংশ সহযোগিতা করব। দুই দফায় জেরায় তাঁর বয়ানে দিল্লিতে পাঠায় ইডি। সবুজ সংকেত আসার পর সায়নীকে এদিনেরর মতো জেরা পর্ব শেষ করে ইডি ৷
সায়নীর সব উত্তর সন্তোষজনক নয় বলে জানিয়েছে ইডি। জেরার আগে সায়নী বলেন রাজনৈতিক প্রতিহিংসা চলছে। তদন্তের স্বার্থে ফের আসতে বললে আমি আসব। বলেছেন সায়নী ঘোষ। তিনি বলেন, কিছু নথি জমা করতে বলা হয়। সেটা জমা করেছি। ফের ডাকতে পারে ইডি। আরও একদিন আসতে বলা হয়েছে। তবে তারিখ দেয়নি ইডি। বলেছেন তৃ়ণমূল কংগ্রেস যুবনেত্রী।
যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে তার সম্পত্তির হিসেব চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তল ঘোষের সঙ্গে তার নাম জড়িয়েছে। সেখানে আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন ছিল। আবার সায়নী ঘোষকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে।
<
p style=”text-align: justify;”>জেরায় সায়নীর বয়ান দিল্লিতে পাঠানো হয়। এর পর দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। দিল্লি থেকে নির্দেশ অনুযায়ী কলকাতায় ইডি গোয়েন্দারা সায়নীকে চলে যেতে বলে।