সোমবার ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে দুপুর ১২:১৫ থেকে ১২:৪৫ এর মধ্যে রামলালার ‘প্রাণ প্রতিস্থা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা যাচ্ছে, সোমবার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের পরই সরাসরি কলকাতায় আসবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। মোহন ভাগবত ৩ দিনের বঙ্গ-সফরে আসবেন। ২২ তারিখেই অনুষ্ঠানের পর কলকাতায় পা রাখবেন তিনি। এরপর বঙ্গে ২৩ এবং ২৪ জানুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
জানা গিয়েছে, সংঘ প্রধান মোহন ভাগবত ২৩ জানুয়ারি বারাসতে ‘একত্রিকরণ কর্মসূচি’-তে যোগ দেবেন। বারাসতের এই কর্মসূচিতে পূর্ণ গণবেশে ১ হাজার স্বয়ংসেবক উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত বছরও ২৩ জানুয়ারি কলকাতাতেই ছিলেন মোহন ভাগবত। নেতাজির জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে সভা করেছিলেন তিনি। এবারেও তিনি বঙ্গে, রয়েছে তাঁর বিভিন্ন কর্মসূচি।
গত মাসে ২-দিনের বঙ্গ সফরে আসেন সংঘ প্রধান মোহন ভাগবত। তিনি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস থেকে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তবলাবাদক বিক্রম ঘোষ থেকে বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতে যান।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের বারবার বঙ্গ সফর নিয়ে নানা মহলেই চলছে রাজনৈতিক চর্চা। বিজেপির তরফে দিলীপ ঘোষ বলেছিলেন যে উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।