সঞ্জয়ের ফাঁসির বিরুদ্ধে লড়ছেন আইনজীবী, পৌনে তিনটেয় সাজা ঘোষণা, জানিয়ে দিলেন বিচারক

কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা৷ তারপরেই সাজা ঘোষণা হবে আরজি কর মামলার৷ এদিন কোর্ট রুমে দাঁড়িয়ে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়৷…

কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা৷ তারপরেই সাজা ঘোষণা হবে আরজি কর মামলার৷ এদিন কোর্ট রুমে দাঁড়িয়ে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়৷ তিনি বলেন, ‘‘‘আমি কোনও অপরাধ করিনি। বিনা কারণে আমাকে ফাঁসানো হয়েছে। এসব আমি আগের দিনও বলেছি। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি কিছু করতাম তাহলে তা ছিঁড়ে পড়ে যেত৷’ 

হেফাজতে অত্যাচার 

সঞ্জয় বিচারককে বলেন, ‘‘আপনাকে আগেও বলেছি কী ভাবে আমাকে মারধর করা হয়েছে, যার যা ইচ্ছে করে গিয়েছে। অত্যাচার করা হয়েছে, সই করানো হয়েছে। যেখানে বলেছে, সেখানে সই করেছি। সিবিআই হেফাজতে নেওয়ার পর আমাকে মেডিক্যালের জন্য নিয়ে যায়। প্রথমে জোকার নিয়ে যাবে বলে কমান্ডের দিকে চলে যায়। সেখান থেকে বিআর সিং-এ নিয়ে চলে আসে৷ সঞ্জয় জানান, তাঁর বাড়িতে মা আছে৷ তবে বাড়ির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি৷ 

   

বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয়কে বলেন, ‘‘আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত। আগেই  আপনাকে জানিয়েছিলাম, এর জন্য আপনার সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবন হতে পারে।’ আপনি নিজেকে নির্দোষ ছাড়া কিছু বলতে চান? প্রশ্ন করেন বিচারক৷ জবাবে সঞ্জয় বলেন, যে কাজ করিনি, তাতে দোষী বলা হচ্ছে৷ এদিকে, সঞ্জয়ের আইনজীবী বলেন, এখনও তদন্ত শেষ হয়নি৷ এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়৷ 

ফাঁসির পক্ষে জোর সওয়াল সিবিআই-এর 

তবে সিবিআই সঞ্জয়ের ফাঁসির পক্ষে জোর সওয়াল করে৷ সিবিআই-এর আইনজীবী বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ৷ ওই জুনিয়র চিকিৎসক কর্তব্যরক ছিলেন৷ একটা পরিবার শুধু তাঁদের মেয়েকে হারায়নি৷ একটা সমাজ একজন চিকিৎসককে হারিয়েছেন৷ এর পরেই বিচারক এজলাস ফাঁকা করে দিতে বলেন৷ বেলা পৌনে তিনটের সময় ফের বসবে কোর্ট৷