রবিবার ফের রাত দখল, ‘অভয়া’র বিচারে দাবিতে প্রতিবাদে সামিল গোটা বিশ্ব

রাত পেরোলেই সোমবার অভয়া-কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্ট। তার আগে আজ রবিবার গোটা রাত নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামবে গোটা শহর। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন…

RG Kar protest reclaim the night movement on sunday in Kolkata

রাত পেরোলেই সোমবার অভয়া-কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্ট। তার আগে আজ রবিবার গোটা রাত নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামবে গোটা শহর। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকায় এদিন রাত থেকে ভোর প্রতিবাদ মিছিলের (RG Kar protest) ডাক দিয়েছে আমজনতা। গতবারের মতো আজ রবিবারের মিছিলেও পা মেলাতে পারেন নির্যাতিতার পরিবার। এদিন নির্যাতিতার পরিবার বলেন, “মেয়ের বিচারের দাবিতে দেশ-বিদেশে প্রতিবাদ মিছিল হচ্ছে, আমরাও এই মিছিলে হাজির থাকব।” গতবারের রাতদখলের কর্মসূচিতেও আরজি কর হাসপাতালে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মেয়ের বিচারের দাবি তুলেছিল নির্যাতিতার পরিবার।

রুশ-ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় ‘সক্রিয়’ ভারত, মস্কোয় ‘পুতিন-সাক্ষাৎ’ করবেন ডোভাল

   

বাংলা ছাড়াও এদিন আমেরিকা, ব্রিটেন, ব্রাজ়িল, জাপান, জার্মানি, স্পেন-সহ বিভিন্ন দেশে রাত দখলের আন্দোলন চলবে (RG Kar protest)।  স্থানীয় সময় অনুসারে বিকেল ৫টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। 

গত ১৪ অগস্ট থেকে এই রাত দখলের কর্মসূচি পালন করছে মেয়েরা। সেই মিছিলের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রিমঝিম। এবার সেই রিমঝিমরাই নতুন কর্মসূচির কথা জানিয়েছেন। এদিনের রাত দখলে রিমঝিমরা নতুন কর্মসূচির কথা জানিয়েছেন। এই কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। রবিবারের এই সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। মূলত, গানের দল, নাচের দল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।

গণেশ মূর্তির মধ্যে দিয়ে আরজি কর ও হাতি-হত্যার অভিনব প্রতিবাদ বার্তা অপরাজিতার

সাংস্কৃতিক আঙ্গিকেই এই রাত দখল হবে বলে জানা গিয়েছে। এই কর্মসূচি প্রসঙ্গে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির কথা তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, গুপী গাইনেরা যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন ঠিক সেভাবেই তাঁরা এবার শাসকদের ঘুম ভাঙাতে চান।

বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের, কাঠগড়ায় আরজি করের চিকিৎসকরা

তবে এর পাশাপাশি ৯ অগস্ট ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। ভোর ৪.১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত শিলিগুড়িতে এই ‘ভোর দখল’-এর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির ডাক দিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক দিয়েছেন তিনি।